আরাকান আর্মিকে দায়ী করলেন মিয়ানমারের রাষ্ট্রদূত
- প্রকাশের সময় : ০১:১৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
- / ৮২ বার পঠিত
বাংলাদেশ ডেস্ক : মিয়ানমারের সাথে সীমান্তে বাংলাদেশের অংশে গোলা, মর্টার শেল ও গোলাগুলির জন্য আরাকান আর্মিকে দায়ী করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত অং কিউ মোয়ে। আজ রবিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হয়ে তিনি এমন দাবি করেন। সীমান্তে গোলাগুলি নিয়ে আজ চতুর্থবারের মতো অং কিউ মোয়েকে তলব করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলম সাংবাদিকদের বলেন, আমরা স্থল ও আকাশ সীমা লঙ্ঘনের জন্য মিয়ানমারকে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছি এবং এই ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি করা উচিত নয় বলে মিয়ানমারকে সতর্ক করা হয়েছে।
তিনি আরো বলেন, আমরা বলেছি আরাকান আর্মি এবং সেনাবাহিনীর মধ্যে বিরোধ আপনাদের অভ্যন্তরীণ বিষয়। আপনার সমস্যা আপনি কীভাবে সমাধান করবেন তা আপনার উপর নির্ভর করে। কোনো মর্টার শেল বা বুলেট যেন আমাদের পাশে না পড়ে। এর দায় আপনাদের নিতে হবে।
মিয়ানমারের রাষ্ট্রদূতকে বলা হয়, বাংলাদেশ একটি দায়িত্বশীল এবং শান্তিপ্রিয় রাষ্ট্র এবং আকাশ ও স্থল সীমা লঙ্ঘনের পুনরাবৃত্তির পরও ধৈর্য ধরে আছে। বাংলাদেশ একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে কূটনৈতিকভাবে যা করতে পারে তা করছে তবে একে দুর্বলতা হিসেবে বিবেচনা করা উচিত নয়।
প্রসঙ্গত, নাইক্ষ্যংছড়ির তুমব্রুতে মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল ও গুলিতে এক রোহিঙ্গা যুবক নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার দুই দিন পর প্রতিবাদলিপি হস্তান্তর করতে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া শাখার মহাপরিচালক নাজমুল হুদা।
হককথা/এমউএ