‘করুণ পরিণতির’ হুঁশিয়ারি চীনের

- প্রকাশের সময় : ০৯:৩২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
- / ২৫ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ান ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া ভাষায় সতর্ক করলো চীন। দেশটি আজ বৃহস্পতিবার বলেছে, তাইওয়ানকে সামরিক সাহায্য পাঠানোর যুক্তরাষ্ট্রের বিল তাইয়ানের স্বাধীনতা ও দেশটির বিচ্ছিন্নতাবাদী বাহিনীর জন্য গুরুতর ভুল বার্তা। খবর এনডিটিভির।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এক বিবৃতিতে বলেছেন, এই বিল যদি সামনের দিকে অগ্রসর হয় তাহলে এটি চীন- যুক্তরাষ্ট্রের সম্পর্কের রাজনৈতিক ভিত্তিকে ব্যাপকভাবে নাড়া দেবে। পাশাপাশি তাইওয়ানজুড়ে শান্তি, স্থিতিশীলতার অত্যন্ত গুরুতর পরিণতি হবে। যুক্তরাষ্ট্রের সিনেট কমিটি ইতোমধ্যে তাইওয়ানকে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিতে প্রাথমিক পদক্ষেপ সম্পন্ন করেছে।
এদিকে উজবেকিস্তানের সামারকান্দ শহরে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সামিটে অংশ নিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং দেশটিতে পৌঁছেছেন। সেখানে সামিটের ফাঁকে বৃহস্পতিবার বিকেলে আলোচনায় বসছেন। খবরে বলা হয়েছে, এই দুই নেতা ইউক্রেন যুদ্ধ ও তাইওয়ান পরিস্থিতি নিয়ে কথা বলবেন। ক্রেমলিনের পক্ষ থেকে এই বৈঠককে বিশেষ উল্লেখযোগ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
হককথা/এমউএ