ব্রঙ্কস ইউনাইটেড, ব্রাদার্স ও যুব সংঘের পূর্ণ পয়েন্ট অর্জন : শোকজের জবাব দিয়ে রেহাই পেলো ব্রঙ্কস ওয়ারিয়র
- প্রকাশের সময় : ০৩:৪১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০১৫
- / ৭৫৬ বার পঠিত
নিউইয়র্ক: বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত চলতি বছরের ফুটবল লীগের পঞ্চম সপ্তাহের খেলায় ব্রঙ্কস ইউনাইটেড, ব্রাদার্স এলায়েন্স ও যুব সংঘ জয়লাভ করে পূর্ণ পয়েন্ট অর্জন করেছে। পয়েন্ট ভাগাভাগি করেছে আইসাব ও জ্যাকসন হাইটস বাংলাদেশ ক্লাব। সিটির কুইন্স বরোর নিউ টাউন অ্যাথলেটিক মাঠে ৩১ মে রোববার বিকেলে লীগের চারটি খেলা অনুষ্ঠিত হয়।
এদিকে গত সপ্তাহে অনুষ্ঠিত সোনার বাংলা ও ব্রঙ্কস ওয়ারিয়রের মধ্যকার খেলায় সৃষ্ট অপ্রীতিকর ঘটনার জন্য স্পোর্টস কাউন্সিলের পক্ষ থেকে ব্রঙ্কস ওয়ারিয়রকে শোকজ করা হয় এবং ঘটনার জন্য দ্বায় শিকার করে ব্রঙ্কস ওয়ারিয়র এই শোকজের জবাব দিলে ফুটবল লীগের বৃহত্তর স্বার্থে স্পোর্টস কাউন্সিল দলটির বিরুদ্ধে (ব্রঙ্কস ওয়ারিয়র) কোন সাংগঠনিক ব্যবস্থা নেয়া থেকে বিরত থাকে বলে স্পোর্টস কাউন্সিলের কর্মকর্তারা ইউএনএ প্রতিনিধিকে জানান।
রোববারের খেলার সংক্ষিপ্ত বিবরণী: দিনের প্রথম খেলায় আইসাব ও জ্যাকসন হাইটস প্রতিদ্বন্দ্বিতা করে। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যদিয়ে অনুষ্ঠিত খেলাটি ১-১ গোলে ড্র হয়। উভয় গোল হয় খেলার প্রথমার্ধে। খেলার ৯ মিনিটের সময় আইসাবের পক্ষে মিলাদ প্রথমে গোল করে দলকে এগিয়ে নিয়ে যান (১-০)। গোল গেয়ে তা পরিশোধে মরিয়া উঠে জ্যাকসন হাইটস। খেলার ২০ মিনিটের সময় সংঘবদ্ধ আক্রমণ থেকে জ্যাকসন হাইটসের মোহাম্মদ গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন (১-১)। খেলাটি ছিলো আকর্ষনীয়। খেলার দ্বিতীয়ার্ধে একাধিক গোলের সুযোগ পেয়েও উভয় দল তা কাজে লাগাতে ব্যর্থ হয়।
দিনের দ্বিতীয় খেলায় ব্রঙ্কস ইউনাইটেড ১-০ গোলে সোনার বাংলাকে পরাজিত করে। খেলার প্রথমার্ধের ১৪ মিনিটের সময় দলের পক্ষে সামি জয় সূচক গোলটি করে। খেলার দ্বিতীয়ার্ধে বৃষ্টি শুরু হয় । ফলে ছন্দ পতন ঘটে খেলার। তবে এই অর্ধে আর কোন গোল হয়নি।
প্রচন্ড বৃষ্টির মধ্যে অনুষ্ঠিত দিনের তৃতীয় খেলায় ব্রাদার্স এলান্সে ও ব্রঙ্কস ওয়ারিয়র অংশ নেয়। খেলায় ব্রাদার্স ২-০ গোলে জয়লাভ করে। বিজয়ী দলের পক্ষে খেলার প্রথমার্ধে বিককন ও দ্বিতীয়ার্ধে দেলোয়ার গোল করেন।
দিনের চতুর্থ ও শেষ খেলায় খেলাটিও বৃষ্টির মধ্যে অনুষ্ঠিত হয়। এতে ওজনপার্ক যুব সংঘ ও ওজনপার্ক এফসি অংশ নেয়। বৃষ্টিভেজা মাঠে অনেকটা চাপ সৃষ্টি করে খেলে যুব সংঘ ২-০ গোলে জয়ী হয়। খেলার প্রথমার্ধের ১০ মিনিটে কৃতি খেলোয়ার সাবলু এবং দ্বিতীয়ার্ধের ১৪ মিনিটের সময় অরেক কৃতি খেলোয়ার বাবলু বিজয়ী দলের পক্ষে গোল করেন।
বাংলাদেশ স্পোর্টস কাউন্সিলের সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক আব্দুল বাসিত খান বুলবুল সহ অন্যান্য কর্মকর্তাদের মধ্যে আনোয়ার হোসাইন, ওয়াহিদ কাজী এলিন, জাকির হোসেন, আবু তাহির আসাদ, জহির উদ্দিন জুয়েল, সাইকুল ইসলাম রোববার খেলার দিন মাঠে উপস্থিত ছিলেন।
পরবর্তী সপ্তাহের খেলা: আগামী ৭ জুন রোববার একই মাঠে লীগের আরো চারটি খেলা অনুষ্ঠিত হবে। দিনের প্রথম খেলায় ওজনপার্ক এফসি ও ব্রঙ্কস ওয়ারিয়র, দ্বিতীয় খেলায় আইসাব ও সন্দ্বীপ এফসি, তৃতীয় খেলায় সোনার বাংলা ও যুব সংঘ এবং চতুর্থ খেলায় ব্রঙ্কস ইউনাইটেড ও ব্রঙ্কস স্টার একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।