নিউইয়র্ক ০৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ইমরান খানের ভাষণ সরাসরি সম্প্রচারে দেয়া নিষেধাজ্ঞা স্থগিত করলো আদালত

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৮:৪৭:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২
  • / ৫১ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্য সরাসরি সম্প্রচারে পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটির (পেমরা) দেয়া নিষেধাজ্ঞা স্থগিত করেছে ইসলামাবাদ হাইকোর্ট। আগামী ৫ই সেপ্টেম্বর পর্যন্ত পেমরার ওই নির্দেশ স্থগিতের নির্দেশ দিয়েছে আদালত। এ বিষয়ে পেমরা ও এটর্নি জেনারেল আশতার আউসাফ আলি বরাবর নোটিশ ইস্যু করা হয়েছে। এই নির্দেশ ইস্যু করেছেন ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারক আতহার মিনাল্লাহ।

আদালত বলেছে, নিয়ন্ত্রক সংস্থার এমন নিষেধাজ্ঞা দেয়ার কোনো কর্তৃত্ব নেই। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। আজ সোমবার এ বিষয়ে শুনানিতে ইমরান খানের প্রতিনিধিত্ব করেন ব্যারিস্টার আলি জাফর। এতে তিনি আদালতের কাছে জানান যে, মঙ্গলবার দিনশেষে বন্যায় আক্রান্তদের সহায়তায় তহবিল সংগ্রহ বিষয়ক একটি তহবিলের জন্য ‘লাইভ টেলিথোন’ করতে চান ইমরান খান। যুক্তিতর্ক শোনার পর প্রধান বিচারক পেমরার ওই নোটিফিকেশন স্থগিত করেন।

সম্প্রতি পাকিস্তানের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে হুমকি দেয়ার পর গত ২১ শে আগস্ট পেমরা ইমরান খানের বক্তব্য সরাসরি সম্প্রচারে নিষেধাজ্ঞা দেয়। একই সঙ্গে সতর্ক করা হয়। বলা হয়, যদি এই নিষেধাজ্ঞা অবজ্ঞা করে কেউ সম্প্রচার করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কারণ, ইমরান খানের বক্তব্য নিয়ন্ত্রক সংস্থার আইন এবং পাকিস্তানের সংবিধানের ১৯ নম্বর অনুচ্ছেদের অবাধ লঙ্ঘন।

এই নিষেধাজ্ঞা ছাড়াও হুমকি দেয়ার কারণে আদালত অবমাননার অভিযোগ মোকাবিলা করছেন ইমরান খান। কারণ, ইসলামাবাদের এফ-৯ পার্কে বক্তব্য দেয়ার সময় তিনি অতিরিক্ত জেলা ও সেশন জজ জেবা চৌধুরীকে হুমকি দিয়েছেন। এ বিষয়ক মামলা শুনানির জন্য ইসলামাবাদ হাইকোর্ট ৫ সদস্যের একটি বৃহত্তর বেঞ্চ গঠন করেছে। আগামী ৩১শে আগস্ট আদালতে হাজির হতে ইমরান খানকে নোটিশ করা হয়েছে।
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ইমরান খানের ভাষণ সরাসরি সম্প্রচারে দেয়া নিষেধাজ্ঞা স্থগিত করলো আদালত

প্রকাশের সময় : ০৮:৪৭:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্য সরাসরি সম্প্রচারে পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটির (পেমরা) দেয়া নিষেধাজ্ঞা স্থগিত করেছে ইসলামাবাদ হাইকোর্ট। আগামী ৫ই সেপ্টেম্বর পর্যন্ত পেমরার ওই নির্দেশ স্থগিতের নির্দেশ দিয়েছে আদালত। এ বিষয়ে পেমরা ও এটর্নি জেনারেল আশতার আউসাফ আলি বরাবর নোটিশ ইস্যু করা হয়েছে। এই নির্দেশ ইস্যু করেছেন ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারক আতহার মিনাল্লাহ।

আদালত বলেছে, নিয়ন্ত্রক সংস্থার এমন নিষেধাজ্ঞা দেয়ার কোনো কর্তৃত্ব নেই। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। আজ সোমবার এ বিষয়ে শুনানিতে ইমরান খানের প্রতিনিধিত্ব করেন ব্যারিস্টার আলি জাফর। এতে তিনি আদালতের কাছে জানান যে, মঙ্গলবার দিনশেষে বন্যায় আক্রান্তদের সহায়তায় তহবিল সংগ্রহ বিষয়ক একটি তহবিলের জন্য ‘লাইভ টেলিথোন’ করতে চান ইমরান খান। যুক্তিতর্ক শোনার পর প্রধান বিচারক পেমরার ওই নোটিফিকেশন স্থগিত করেন।

সম্প্রতি পাকিস্তানের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে হুমকি দেয়ার পর গত ২১ শে আগস্ট পেমরা ইমরান খানের বক্তব্য সরাসরি সম্প্রচারে নিষেধাজ্ঞা দেয়। একই সঙ্গে সতর্ক করা হয়। বলা হয়, যদি এই নিষেধাজ্ঞা অবজ্ঞা করে কেউ সম্প্রচার করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কারণ, ইমরান খানের বক্তব্য নিয়ন্ত্রক সংস্থার আইন এবং পাকিস্তানের সংবিধানের ১৯ নম্বর অনুচ্ছেদের অবাধ লঙ্ঘন।

এই নিষেধাজ্ঞা ছাড়াও হুমকি দেয়ার কারণে আদালত অবমাননার অভিযোগ মোকাবিলা করছেন ইমরান খান। কারণ, ইসলামাবাদের এফ-৯ পার্কে বক্তব্য দেয়ার সময় তিনি অতিরিক্ত জেলা ও সেশন জজ জেবা চৌধুরীকে হুমকি দিয়েছেন। এ বিষয়ক মামলা শুনানির জন্য ইসলামাবাদ হাইকোর্ট ৫ সদস্যের একটি বৃহত্তর বেঞ্চ গঠন করেছে। আগামী ৩১শে আগস্ট আদালতে হাজির হতে ইমরান খানকে নোটিশ করা হয়েছে।
হককথা/এমউএ