নজরুলের গান-কবিতা যুগে যুগে বিশ্ববাসীকে অনুপ্রানিত করবে

- প্রকাশের সময় : ১১:৩১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২
- / ৫৮ বার পঠিত
নজরুল শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের নির্যাতিত-নিপীড়িত গণমানুষের জন্যই তার অমর সৃষ্টি রেখে গেছেন। তার কবিতা, গান যুগে যুগে বিশ্ববাসীকে অনুপ্রানিত করবে। নজরুলকে জানতে হলে আরো বেশি গবেষণার প্রয়োজন রয়েছে। তার সম্পর্কে জানাতে দেশ ও প্রবাসে বেশি বেশি সভা, সমাবেশ ও সেমিনারের প্রয়োজনীয়তা রয়েছে।
নিউজার্সীতে শতদল আয়োজিত দুদিনব্যাপী ১৯তম উত্তর আমেরিকা নজরুল সম্মেলনের উদ্বোধনী দিনে এসব কথা বলেন বক্তারা। খবর ইউএনএ’র।
স্থানীয় সময় শনিবার (১৩ আগষ্ট) নিউজার্সীর ইষ্ট ব্রুন্সউইকস্থ জেএমপি আর্ট সেন্টারে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন নর্থ আমেরিকা নজরুল কনফারেন্স কমিটি (এনএএনসিসি) চেয়ারম্যান এম মোশাররফ হোসাইন।
স্বাগত বক্তব্য রাখেন সম্মেলনের কনভেনর মোহাম্মদ কবীর কিরণ। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশেষ অতিথি রায়হানুল ইসলাম চৌধুরী, ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজির চ্যান্সেলর আবু বকর হানিফ ও সুলতান আহমেদ।
সঞ্চালনা করে আয়োজক কমিটির সদস্য সচিব হাসান আমজাদ খান।
উদ্বোধনী দিনের অনুষ্ঠানে শতদল ও বাংলাদেশ এসোসিয়েশন অব নিউ জার্সির শিল্পীদের পরিবেশনা মুগ্ধ করে উপস্থিত অতিথিদের।
এবারের উত্তর আমেরিকা নজরুল সম্মেলনে কবি নাতনী খিলখিল কাজী, বাংলাদেশের প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, সালাহউদ্দিন আহমেদ, সুজিত মুস্তফা ও লীনা তাপসী সহ দেশ-বিদেশ ও প্রবাসের নজরুল গবেষক, নজরুল ভক্ত এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অতিথি হিসেবে যোগ দিয়েছেন।
১৯তম উত্তর আমেরিকা নজরুল সম্মেলনের কনভেনর মোহাম্মদ কবীর কিরণ বার্তা সংস্থা ইউএনএ-কে জানান, বাংলাদেশর জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে প্রবাসে তুলে ধরার লক্ষ্যে সবার সহযোগিতায় আমরা এবারের সম্মেলন করছি। এতে নিউইয়র্ক ও নিউজার্সী রাজ্য সহ উত্তর আমেরিকার ১২টি সংগঠন অংশ নিচ্ছে।
দু’দিনের এই সম্মেলনের কর্মকান্ডের মধ্যে কবি নজরুলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা, সেমিনার, প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে বলেও তিনি জানান।
সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশ ও প্রবাসের জনপ্রিয় নজরুল সঙ্গীত শিল্পীদের গান ছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে নিউইয়র্ক ঢাকা ড্রামার প্রযোজনায় কাজী নজরুল ইসলামের ছোট গল্প অবলম্বনে নাটক “রাক্ষুসী”। এর নাট্যরূপ ও নির্দেশনায় রয়েছেন বিশিষ্ট অভিনেত্রী শিরীন বকুল।
হককথা/এসএ/টিএ