নিউইয়র্ক ০৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

হাঁটুর বয়সী ছেলের ঠোঁটে ঠোঁট রাখার অভিজ্ঞতা জানালেন শেফালি

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৮:১৯:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২
  • / ৬১ বার পঠিত

বিনোদন ডেস্ক : ‘ডার্লিংস’-এ শেফালি শাহ ও রোশন ম্যাথিউর চুম্বন দৃশ্য নিয়ে সমালোচনার শেষ নেই। দুই অসমবয়সী চরিত্রের রসায়ন নজর কেড়েছে দর্শকের। ছবিতে বয়সে বড় শামসুর (শেফালির চরিত্র) প্রতি দুর্বল জুলফি (রোশন)। কিন্তু পুলিশের জেরার মুখে পড়ে শামসু এবং তার মেয়ের কীর্তির কথা প্রায় উগরে দিচ্ছিল সে। তখন জুলফির মুখ বন্ধ রাখতে সাতপাঁচ না ভেবেই তার ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয় শামসু।
কয়েক সেকেন্ডের সেই দৃশ্য নিয়ে দর্শকমহলে তোলপাড়। সাবলীল অভিনয়ের জন্য প্রশংসিত শেফালি। তার কথায়, ‘চিত্রনাট্য পড়তে গিয়ে সেই দৃশ্যের কথা জেনে চমকে গিয়েছিলাম। দু’টি দৃশ্য পড়ে এমন অবস্থা হয়েছিল। প্রথমটা এই চুমুর দৃশ্য। দ্বিতীয়বার চমকাই ছবির শেষের দিকে শামসুর অতীতের কথা জেনে। ভেবেছিলাম, ‘এটা কী হয়ে গেল!’
বাস্তবেও শেফালির থেকে বয়সে অনেকটাই ছোট রোশন। কিন্তু পর্দায় কোনো প্রকার দ্বিধা বা সংকোচের লেশটুকুও ছিল না। শেফালি বলেন, ‘ছবিতে সেটি খুবই সুন্দর একটি মুহূর্ত ছিল। কাজের সময়ে আমাদেরও বিষয়টি মাথায় রাখতে হয়েছিল। শামসুকে ছেলেটির মুখ বন্ধ করতে কাজটি করতে হয়েছিল। না হলে ছেলেটি আরও কোনো কাণ্ড ঘটিয়ে বসত। কিন্তু কাজটা ও যেভাবে করবে বলে বর্ণনা দেওয়া হয়েছিল, সেটা আমাকে চমকে দেয়।’
রোশন মনে করেন, দৃশ্যটি অনাড়ম্বরভাবে শ্যুট করা হয়েছে বলেই সেটির সারল্য দর্শকের মন ছুঁয়েছে। কোনো ভালো সংলাপ খুব সহজ আর সাধারণভাবে বলতে পারলে তা দর্শকদের মনে ছাপ ফেলে। এই দৃশ্যটিও সে রকম সহজভাবে হয়েছে বলেই তার এত প্রভাব।
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

হাঁটুর বয়সী ছেলের ঠোঁটে ঠোঁট রাখার অভিজ্ঞতা জানালেন শেফালি

প্রকাশের সময় : ০৮:১৯:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২

বিনোদন ডেস্ক : ‘ডার্লিংস’-এ শেফালি শাহ ও রোশন ম্যাথিউর চুম্বন দৃশ্য নিয়ে সমালোচনার শেষ নেই। দুই অসমবয়সী চরিত্রের রসায়ন নজর কেড়েছে দর্শকের। ছবিতে বয়সে বড় শামসুর (শেফালির চরিত্র) প্রতি দুর্বল জুলফি (রোশন)। কিন্তু পুলিশের জেরার মুখে পড়ে শামসু এবং তার মেয়ের কীর্তির কথা প্রায় উগরে দিচ্ছিল সে। তখন জুলফির মুখ বন্ধ রাখতে সাতপাঁচ না ভেবেই তার ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয় শামসু।
কয়েক সেকেন্ডের সেই দৃশ্য নিয়ে দর্শকমহলে তোলপাড়। সাবলীল অভিনয়ের জন্য প্রশংসিত শেফালি। তার কথায়, ‘চিত্রনাট্য পড়তে গিয়ে সেই দৃশ্যের কথা জেনে চমকে গিয়েছিলাম। দু’টি দৃশ্য পড়ে এমন অবস্থা হয়েছিল। প্রথমটা এই চুমুর দৃশ্য। দ্বিতীয়বার চমকাই ছবির শেষের দিকে শামসুর অতীতের কথা জেনে। ভেবেছিলাম, ‘এটা কী হয়ে গেল!’
বাস্তবেও শেফালির থেকে বয়সে অনেকটাই ছোট রোশন। কিন্তু পর্দায় কোনো প্রকার দ্বিধা বা সংকোচের লেশটুকুও ছিল না। শেফালি বলেন, ‘ছবিতে সেটি খুবই সুন্দর একটি মুহূর্ত ছিল। কাজের সময়ে আমাদেরও বিষয়টি মাথায় রাখতে হয়েছিল। শামসুকে ছেলেটির মুখ বন্ধ করতে কাজটি করতে হয়েছিল। না হলে ছেলেটি আরও কোনো কাণ্ড ঘটিয়ে বসত। কিন্তু কাজটা ও যেভাবে করবে বলে বর্ণনা দেওয়া হয়েছিল, সেটা আমাকে চমকে দেয়।’
রোশন মনে করেন, দৃশ্যটি অনাড়ম্বরভাবে শ্যুট করা হয়েছে বলেই সেটির সারল্য দর্শকের মন ছুঁয়েছে। কোনো ভালো সংলাপ খুব সহজ আর সাধারণভাবে বলতে পারলে তা দর্শকদের মনে ছাপ ফেলে। এই দৃশ্যটিও সে রকম সহজভাবে হয়েছে বলেই তার এত প্রভাব।
হককথা/এমউএ