নিউইয়র্ক ০৪:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

আনন্দঘন পরিবেশে প্রবাসী টাঙ্গাইলবাসী’র বনভোজন অনুষ্ঠিত

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৮:২৬:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২
  • / ৮৬ বার পঠিত

যুক্তরাষ্ট্র প্রবাসী টাঙ্গাইলবাসীদের সামাজিক সংগঠন প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র বনভোজন।

ইউএনএ, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র প্রবাসী টাঙ্গাইলবাসীদের সামাজিক সংগঠন প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র বনভোজন আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মহামারী করোনার কারণে ২০২০ সালের বনভোজন আয়োজন সম্ভব না হলেও বিগত ১৯ বছর ধরে উৎসবমুখর পরিবেশে আয়োজিত টাঙ্গাইলবাসীদের বনভোজনগুলোর মধ্যে এবারের আয়োজন ছিলো সংগঠনের ইতিহাসে সবচেয়ে সেরা আয়োজন- এমন অভিমত বনভোজনে অংশগ্রহনকারী টাঙ্গাইলবাসীদের। আটলান্টিক সমুদ্র আর অপরূপ প্রকৃতিক সৌন্দর্যে ঘেরা নিউইয়র্কের লং আইল্যান্ডস্থ ওরিয়েন্ট বীচ ষ্টেট পার্কে গত ৭ আগষ্ট রোববার আয়োজিত বনভোজনে আমন্ত্রিত অতিথি সহ পাচ শতাধিক টাঙ্গাইলবাসী সপরিবারে অংশ নেন বলে আয়োজকদের দাবী। ফলে বনভোজন স্থল হয়ে উঠে এক টুকরো টাঙ্গাইল। সংগঠনের সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আনিস ও কোষাধ্যক্ষ আব্দুর রব এবং বনভোজন কমিটির আহবায়ক মোহাম্মদ ফরিদ খান ও সদস্য সচিব শরিফ শিকদার আতিথিদের স্বাগত জানান।

যুক্তরাষ্ট্র প্রবাসী টাঙ্গাইলবাসীদের সামাজিক সংগঠন প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র বনভোজন।

দিনব্যাপী আয়োজিত বনভোজনের কর্মকান্ডের মধ্যে ছিলো আড্ডা, শিশু-কিশোর-কিশোরীদের বিভিন্ন খেলাধুলা, পুরুষদের ফুটবল, ক্যারাম আর মহিলাদের মিউজিক্যাল পিলো আর মূল আকর্ষণ মধ্যাহ্ন ভোজ। আরো ছিলো আকর্ষনীয় র‌্যাফল ড্র ও সঙ্গীতানুষ্ঠান। বিকেলে ছিলো দই, চা আর পান-সুপারী।

যুক্তরাষ্ট্র প্রবাসী টাঙ্গাইলবাসীদের সামাজিক সংগঠন প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র বনভোজন।

বনভোজন স্থলে সকালের নাস্তা শেষে একদিকে চলে আড্ডা, অন্যদিকে চলে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। প্যাভেলিয়ন সংলগ্ন সবুজ চত্তরে আয়োজিত নানান খেলাধুলার প্রতিযোগিতাগুলো ছিলো আকর্ষনীয়। মেঘনা আর যমুনা নদীর নামে দুই দলের পুরুষদের ফুটবল খেলাটি ২-১ গোলে শেষ হয়। ফুটবল খেলার জার্সী স্পন্সর করেন সানম্যান গেøাবাল এক্সপ্রেস-এর সিইও ও প্রেসিডেন্ট মাসুদ রানা তপন।

যুক্তরাষ্ট্র প্রবাসী টাঙ্গাইলবাসীদের সামাজিক সংগঠন প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র বনভোজন।

ব্রঙ্কসের সুপরিচিত স্পাইস আপ রেস্টুরেন্ট পরিবেশিত দুপুরের খাবার গ্রহণের পর শুরু হয় সঙ্গীত, মহিলাদের মিউজিক্যাল পিলো আর র‌্যাফল ড্র। সর্বোচ্চ সংখ্যক প্রতিযোগী অংশ নেন মহিলাদের মিউজিক্যাল পিলো-তে। সঙ্গীতানুষ্ঠানে মনিকা দাস, সেলিনা পারভীন, সালমা নিগার, নাসরীন চৌধুরী চিনি ও আফরোজা মহসীন মিনি একক ও যৌথভাবে সঙ্গীত পরিবেশন করেন। র‌্যাফল ড্র’র বিশেষ আকর্ষন ছিলো ডজনাধীক আকর্ষনীয় পুরষ্কার।
এছাড়াও বনভোন কমিটির অন্যতম সদস্য মাহবুব শাহেদ খানের পরিচালনায় পুরুষদের ক্যারাম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ‘শাহেদ-সালাহউদ্দিন’ জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

যুক্তরাষ্ট্র প্রবাসী টাঙ্গাইলবাসীদের সামাজিক সংগঠন প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র বনভোজন।

অনুষ্ঠানের পুরষ্কার বিতরনী পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র প্রধান উপদেষ্টা ও সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, উপদেষ্টা ডা. মনিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কৃষিবীদ আব্দুর রহমান, বাবু তড়িৎ বোস, খন্দকার আশিক শামীম ও পারভেজ আহমেদ এবং সভাপতি আব্দুল হাকিম ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান আনিস। এসময় বক্তারা প্রবাসী টাঙ্গাইলবাসীদেরকে একটি যৌথ পরিবার হিসেবে উল্লেখ করেন এবং সুন্দরভাবে বনভোজন আয়োজনের জন্য সংগঠনের কর্মকতাদের আন্তরিক ধন্যবাদ জানান। তারা বলেন, এমন আয়োজন প্রবাসী টাঙ্গাইলবাসীদের সম্প্রীতির বন্ধনকে আরো জোরদার করবে।
বনভোজন অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সভাপতি মনিরুল ইসলাম মনির, ডা. জুলফিকার হায়দার কামাল, সাবেক কমোডর খন্দকার তৌফিকুজ্জামান, আইটি বিশেষজ্ঞ হারুনর রশীদ লিটন, কাস্টমস অফিসার দিলারা আফরোজ লিপি, সৈয়দ আশরাফ দুলাল এবং টাঙ্গাইল প্রেসক্লাব ও নিউইয়র্ক বাংলাদেশ প্রেক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, মোহাম্মদ চিশতী সিপিএ, বিশিষ্ট ব্যবসায়ী বোরহান উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বনভোজন আয়োজনে বিশেষ সহযোগিতায় ছিলেন সংগঠনের সাবেক সভাপতি মোজাম্মেল হক, ফরিদ খান ও বদরুজ্জামান পিকলু, সহ সভাপতি তৌফিকুর রহমান, খন্দকার জাকির হোসেন সাবেক সাধারণ সম্পাদক শাহীনুর রহমান ও শরীফ সিকদার এবং মাহবুব শাহেদ খান, এনামুল হাসান, আবু আওয়াল সিদ্দিকী আপেল, মোহাম্মদ শাহজাহান, আরীফ বিন আনোয়ার, নাসরীন চৌধুরী চিনি, সালমা আক্তার, ইলিয়াস হোসেন, মিজানুর রহমান, টুটুল তালুকদার, আব্দুল রব, শামীম মিয়া ও সানোয়ার হোসেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কবীর সুলতান বোখারী।
র‌্যাফল ড্র’র প্রথম পুরষ্কার স্বর্ণের গহনা স্পন্সর করেন বিশিষ্ট সাইক্রিয়েটিক বিশেষজ্ঞ ডা. মনিবুর রহমান খান, দ্বিতীয় পুরষ্কার ৫৫ ইঞ্চি টিভি স্পন্সর করেন জ্যামাইকার চাংপাই চাইনিজ রেষ্টুরেন্ট, তৃতীয় পুরষ্কার স্বর্ণের আংটি স্পন্সর করেন এটর্নী মঈন চৌধুরী আর চতুর্থ পুরষ্কার ল্যাপটপ স্পন্সর করেন সাপ্তাহিক মুক্তচিন্তা সম্পাদক ফরিদ আলম। এছাড়াও আরো একাধিক পুরষ্কার ছিলা। এই পুরষ্কারগুলোর স্পন্সর ছিলো ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ার, মান্নান গ্রোসারী, আলিফ ফার্মেসী, রণির ফ্রেস পিজা, সাপ্তাহিক বাংলাদেশ, সাঈদ রিমেক্স, কৃষিবীদ আব্দুর রহমান, ছবি রানী পাল, আকবল হোসেন, খন্দকার রুহুল আমীন, বোরহান উদ্দিন ও দেশী বাজার হালাল মিট।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আনন্দঘন পরিবেশে প্রবাসী টাঙ্গাইলবাসী’র বনভোজন অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৮:২৬:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২

ইউএনএ, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র প্রবাসী টাঙ্গাইলবাসীদের সামাজিক সংগঠন প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র বনভোজন আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মহামারী করোনার কারণে ২০২০ সালের বনভোজন আয়োজন সম্ভব না হলেও বিগত ১৯ বছর ধরে উৎসবমুখর পরিবেশে আয়োজিত টাঙ্গাইলবাসীদের বনভোজনগুলোর মধ্যে এবারের আয়োজন ছিলো সংগঠনের ইতিহাসে সবচেয়ে সেরা আয়োজন- এমন অভিমত বনভোজনে অংশগ্রহনকারী টাঙ্গাইলবাসীদের। আটলান্টিক সমুদ্র আর অপরূপ প্রকৃতিক সৌন্দর্যে ঘেরা নিউইয়র্কের লং আইল্যান্ডস্থ ওরিয়েন্ট বীচ ষ্টেট পার্কে গত ৭ আগষ্ট রোববার আয়োজিত বনভোজনে আমন্ত্রিত অতিথি সহ পাচ শতাধিক টাঙ্গাইলবাসী সপরিবারে অংশ নেন বলে আয়োজকদের দাবী। ফলে বনভোজন স্থল হয়ে উঠে এক টুকরো টাঙ্গাইল। সংগঠনের সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আনিস ও কোষাধ্যক্ষ আব্দুর রব এবং বনভোজন কমিটির আহবায়ক মোহাম্মদ ফরিদ খান ও সদস্য সচিব শরিফ শিকদার আতিথিদের স্বাগত জানান।

যুক্তরাষ্ট্র প্রবাসী টাঙ্গাইলবাসীদের সামাজিক সংগঠন প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র বনভোজন।

দিনব্যাপী আয়োজিত বনভোজনের কর্মকান্ডের মধ্যে ছিলো আড্ডা, শিশু-কিশোর-কিশোরীদের বিভিন্ন খেলাধুলা, পুরুষদের ফুটবল, ক্যারাম আর মহিলাদের মিউজিক্যাল পিলো আর মূল আকর্ষণ মধ্যাহ্ন ভোজ। আরো ছিলো আকর্ষনীয় র‌্যাফল ড্র ও সঙ্গীতানুষ্ঠান। বিকেলে ছিলো দই, চা আর পান-সুপারী।

যুক্তরাষ্ট্র প্রবাসী টাঙ্গাইলবাসীদের সামাজিক সংগঠন প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র বনভোজন।

বনভোজন স্থলে সকালের নাস্তা শেষে একদিকে চলে আড্ডা, অন্যদিকে চলে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। প্যাভেলিয়ন সংলগ্ন সবুজ চত্তরে আয়োজিত নানান খেলাধুলার প্রতিযোগিতাগুলো ছিলো আকর্ষনীয়। মেঘনা আর যমুনা নদীর নামে দুই দলের পুরুষদের ফুটবল খেলাটি ২-১ গোলে শেষ হয়। ফুটবল খেলার জার্সী স্পন্সর করেন সানম্যান গেøাবাল এক্সপ্রেস-এর সিইও ও প্রেসিডেন্ট মাসুদ রানা তপন।

যুক্তরাষ্ট্র প্রবাসী টাঙ্গাইলবাসীদের সামাজিক সংগঠন প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র বনভোজন।

ব্রঙ্কসের সুপরিচিত স্পাইস আপ রেস্টুরেন্ট পরিবেশিত দুপুরের খাবার গ্রহণের পর শুরু হয় সঙ্গীত, মহিলাদের মিউজিক্যাল পিলো আর র‌্যাফল ড্র। সর্বোচ্চ সংখ্যক প্রতিযোগী অংশ নেন মহিলাদের মিউজিক্যাল পিলো-তে। সঙ্গীতানুষ্ঠানে মনিকা দাস, সেলিনা পারভীন, সালমা নিগার, নাসরীন চৌধুরী চিনি ও আফরোজা মহসীন মিনি একক ও যৌথভাবে সঙ্গীত পরিবেশন করেন। র‌্যাফল ড্র’র বিশেষ আকর্ষন ছিলো ডজনাধীক আকর্ষনীয় পুরষ্কার।
এছাড়াও বনভোন কমিটির অন্যতম সদস্য মাহবুব শাহেদ খানের পরিচালনায় পুরুষদের ক্যারাম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ‘শাহেদ-সালাহউদ্দিন’ জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

যুক্তরাষ্ট্র প্রবাসী টাঙ্গাইলবাসীদের সামাজিক সংগঠন প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র বনভোজন।

অনুষ্ঠানের পুরষ্কার বিতরনী পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র প্রধান উপদেষ্টা ও সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, উপদেষ্টা ডা. মনিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কৃষিবীদ আব্দুর রহমান, বাবু তড়িৎ বোস, খন্দকার আশিক শামীম ও পারভেজ আহমেদ এবং সভাপতি আব্দুল হাকিম ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান আনিস। এসময় বক্তারা প্রবাসী টাঙ্গাইলবাসীদেরকে একটি যৌথ পরিবার হিসেবে উল্লেখ করেন এবং সুন্দরভাবে বনভোজন আয়োজনের জন্য সংগঠনের কর্মকতাদের আন্তরিক ধন্যবাদ জানান। তারা বলেন, এমন আয়োজন প্রবাসী টাঙ্গাইলবাসীদের সম্প্রীতির বন্ধনকে আরো জোরদার করবে।
বনভোজন অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সভাপতি মনিরুল ইসলাম মনির, ডা. জুলফিকার হায়দার কামাল, সাবেক কমোডর খন্দকার তৌফিকুজ্জামান, আইটি বিশেষজ্ঞ হারুনর রশীদ লিটন, কাস্টমস অফিসার দিলারা আফরোজ লিপি, সৈয়দ আশরাফ দুলাল এবং টাঙ্গাইল প্রেসক্লাব ও নিউইয়র্ক বাংলাদেশ প্রেক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, মোহাম্মদ চিশতী সিপিএ, বিশিষ্ট ব্যবসায়ী বোরহান উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বনভোজন আয়োজনে বিশেষ সহযোগিতায় ছিলেন সংগঠনের সাবেক সভাপতি মোজাম্মেল হক, ফরিদ খান ও বদরুজ্জামান পিকলু, সহ সভাপতি তৌফিকুর রহমান, খন্দকার জাকির হোসেন সাবেক সাধারণ সম্পাদক শাহীনুর রহমান ও শরীফ সিকদার এবং মাহবুব শাহেদ খান, এনামুল হাসান, আবু আওয়াল সিদ্দিকী আপেল, মোহাম্মদ শাহজাহান, আরীফ বিন আনোয়ার, নাসরীন চৌধুরী চিনি, সালমা আক্তার, ইলিয়াস হোসেন, মিজানুর রহমান, টুটুল তালুকদার, আব্দুল রব, শামীম মিয়া ও সানোয়ার হোসেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কবীর সুলতান বোখারী।
র‌্যাফল ড্র’র প্রথম পুরষ্কার স্বর্ণের গহনা স্পন্সর করেন বিশিষ্ট সাইক্রিয়েটিক বিশেষজ্ঞ ডা. মনিবুর রহমান খান, দ্বিতীয় পুরষ্কার ৫৫ ইঞ্চি টিভি স্পন্সর করেন জ্যামাইকার চাংপাই চাইনিজ রেষ্টুরেন্ট, তৃতীয় পুরষ্কার স্বর্ণের আংটি স্পন্সর করেন এটর্নী মঈন চৌধুরী আর চতুর্থ পুরষ্কার ল্যাপটপ স্পন্সর করেন সাপ্তাহিক মুক্তচিন্তা সম্পাদক ফরিদ আলম। এছাড়াও আরো একাধিক পুরষ্কার ছিলা। এই পুরষ্কারগুলোর স্পন্সর ছিলো ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ার, মান্নান গ্রোসারী, আলিফ ফার্মেসী, রণির ফ্রেস পিজা, সাপ্তাহিক বাংলাদেশ, সাঈদ রিমেক্স, কৃষিবীদ আব্দুর রহমান, ছবি রানী পাল, আকবল হোসেন, খন্দকার রুহুল আমীন, বোরহান উদ্দিন ও দেশী বাজার হালাল মিট।