‘রবীন্দ্রনাথ কবি নন, কলকাতার জমিদার ছিলেন!’

- প্রকাশের সময় : ০২:৪৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২
- / ৭০ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : পুরো বিশ্বের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে বিশ্বকবি হিসেবে পরিচিত সেখানে কলকাতার পৌরসভার একটি খাতায় রবীন্দ্রনাথ অন্য পরিচয়ে পরিচিত।
রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর দিনেই জানা যায় এমন তথ্য। কলকাতার পৌরসভা কর্পোরেশনের রেকর্ড রুম থেকে উদ্ধার হয় রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু সম্পর্কিত একটি খাতা। সেখানেই জানা যায় তিনি ছিলেন কলকাতার জমিদার।
ওই খাতায় রবীন্দ্রনাথ সম্পর্কে চমকে দেওয়ার মতো বেশ কিছু তথ্য রয়েছে। তৎকালীন সময়ে ডেথ সার্টিফিকেটে উল্লেখ করা থাকত ব্যক্তির ধর্ম, সামাজিক শ্রেণি এবং জীবিকা। যা পরে বন্ধ হয়ে যায়। তাই আর পাঁচ জনের মতো সেখানে রয়েছে কবিগুরুর মৃত্যু পরবর্তী নথিও।
বিশ্ববরেণ্য কবিকে সেখানে সাহিত্যিক, কবি, লেখক কোনটাই নয় বরং কলকাতার জমিদার হিসেবে উল্লেখ করা হয়। আর ব্রাহ্ম ধর্ম গ্রহণ করায় তার ডেথ সার্টিফিকেটে তাকে ব্রাহ্মণ হিসেবে উল্লেখ করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের ডেথ সার্টিফিকেটে ডাক্তার হিসেবে সই করেছেন বিধানচন্দ্র রায়।
তৎকালীন সময়ে ডেথ সার্টিফিকেট তৈরির আগে কোন ব্যক্তির মৃত্যু সংক্রান্ত তথ্য তোলা হত শ্মশানে থাকা একটি নির্দিষ্ট খাতায়। শ্মশান থেকে ওই খাতা চলে আসত কলকাতা পৌরসভার মূল সদর দপ্তরে। আর সেখানেই এখনও সযত্নে রক্ষিত রয়েছে কবিগুরু সম্পর্কে এই তথ্য।
হককথা/এমউএ