বিজ্ঞাপন :
জেনারেল বদরুদ্দোজা স্মরণে নিউইয়র্কে দোয়া মাহফিল
রিপোর্ট:
- প্রকাশের সময় : ০৩:২৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০১৫
- / ৮২৪ বার পঠিত
নিউইয়র্ক: জেনারেল (অব:) সৈয়দ বদরুদ্দোজার ইন্তেকালে তার বিদেহী আতœার শান্তি কামনায় নিউইয়র্কে দোয়া মাহফিল হয়েছে। নিউইয়র্ক প্রবাসী মরহুমের কাজিন মাহবুব শাহেদ খান গত ১১ মে জ্যামাইকাস্থ হাজী ক্যাম্প মসজিদে এই দোয়ার আয়োজন করেন। ঐদিন বাদ মাগরিব আয়োজিত দোয়া মাহাফিল পরিচালনা করেন মুফতি আব্দুল মালেক।
উল্লেখ্য, ঢাকা পদাতিক ডিভিশনের সাবেক জিওসি এবং আনসার ভিডিপি’র সাবেক মহাপরিচালক জেনারেল সৈয়দ বদরুজ্জামান গত ৫ মে ঢাকায় ইন্তেকাল করেন। বনানী গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অনেক আতœীয়-স্বজন ও বন্ধুবান্ধব রেখে যান।
Tag :
Genarel Badruddoza Milad

















