২ যুক্তরাষ্ট্রদের মুক্তির জন্য পুতিনকে ফোন করবেন না বাইডেন

- প্রকাশের সময় : ০১:২০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২
- / ৪২ বার পঠিত
হককথা ডেস্ক : রাশিয়ার কারাগারে বন্দি ২ যুক্তরাষ্ট্রের নাগরিকের মুক্তির জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জো বাইডেন ফোন করে অনুরোধ করবেন না বলে জানিয়েছে হোয়াইট হাউস।
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারেন জিয়ান পিয়ার শুক্রবার সাংবাদিকদের এ কথা বলেছেন। খবর আনাদোলুর।
তিনি বলেন, রাশিয়ায় বন্দি ২ যুক্তরাষ্ট্রের নাগরিককে ছাড়ানোর জন্য পুতিনকে ফোন করে অনুরোধের আমাদের কোন পরিকল্পনা নেই।
এর একদিন আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছিলেন, রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভের সঙ্গে দুই যুক্তরাষ্ট্রের নাগরিকের মুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
তবে, তাদের মুক্তির ব্যাপারে কোনও আশ্বাস পেয়েছেন কি-না তা পরিষ্কার করে বলেননি ব্লিনকেন।
উল্লেখ্য, রাশিয়ার কারাগারে ব্রিটনি গ্রিনার (৩১) ও পল হোয়েলান (৪২) নামে দুই যুক্তরাষ্ট্রের নাগরিক বন্দি রয়েছেন। ব্রিটনি গ্রিনারকে এ বছরের ফেব্রুয়ারিতে মাদক মামলায় এবং পল হোয়েলানকে ২০১৮ সাল থেকে গুপ্তচর বৃত্তির জন্য বন্দি রাখা হয়েছে।
হককথা/এমউএ