ডেপুটি স্পিকারের মৃত্যুতে যুক্তরাষ্ট্র আ.লীগের শোক

- প্রকাশের সময় : ০৬:৩৪:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২
- / ৬০ বার পঠিত
হককথা ডেস্ক : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা। তারা ফজলে রাব্বী মিয়ার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
শনিবার (২৩ জুলাই) এক শোকবার্তায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ বলেন, ফজলে রাব্বী মিয়া ছিলেন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। আইনের শাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে তার অসামান্য অবদান রয়েছে। জাতি চিরকাল তাকে শ্রদ্ধাভরে স্মরণ করবে।
এছাড়াও ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন- শামসুদ্দিন আজাদ, ফজলুর রহমান, আকতার হোসেন, মাহবুবুর রহমান, আবুল কাশেম, লুৎফুল করিম, ডা. মোহাম্মদ আলী মানিক, নিজাম চৌধুরী, আব্দুল হাসিব মামুন, দেওয়ান মহিউদ্দিন, দুলাল মিয়া আনাম, মোজাহিদুল ইসলাম, আশরাফুজ্জামান, সোলায়মান আলী, দেওয়ান বজলু, জাহাঙ্গীর করিম, মিসেস দিবা, আব্দুল মালিক, হিন্দাল কবির বাপ্পা, শাহানারা রহমান ও জহিরুল ইসলাম জহির।
গত শুক্রবার (২২ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টার দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফজলে রাব্বী মিয়া। এ সময় তার বড় মেয়ে ফাহিমা রাব্বী রিটা ও একান্ত সচিব তৌফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ফজলে রাব্বী মিয়া দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন। নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে তিনি দীর্ঘ নয় মাস চিকিৎসাধীন ছিলেন।
ফজলে রাব্বী মিয়া ১৯৪৬ সালের ১৫ এপ্রিল গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার গটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ফয়জার রহমান ও মায়ের নাম হামিদুন নেছা।
১৯৭১ সালে ফজলে রাব্বী মিয়া মহান মুক্তিযুদ্ধে যোগ দেন। তিনি ১১ নম্বর সেক্টরে যুদ্ধ করেন। এছাড়া বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বৈশ্বিক জনমত গড়ে তুলতে তিনি বিশেষ অবদান রাখেন। খবর যুগান্তর
হককথা/এমউএ