ভিন্ন রূপে এফডিসিতে সাকিব আল হাসান

- প্রকাশের সময় : ০৮:০৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২
- / ৯৩ বার পঠিত
ক্রীড়া ডেস্ক : ক্রিকেট মাঠে দুর্দান্ত পারফর্মে মাধ্যমে নিজের উপস্থিতি যেমন করে জানান দেন তেমনি দেশের বিজ্ঞাপন বাজারেও তার উপস্থিতি সরব। কথা হচ্ছিলো দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে। বিজ্ঞাপনের জন্য তাকে শুটিংয়ে অংশ নিতেই হয় তা আর নতুন কিছু নয়। তবে এবার বিশ্বসেরা এই অলরাউন্ডারকে ভিন্ন এক রূপে দেখা গেলো চলচ্চিত্রের আঁতুড়ঘর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি)।
গতকাল রবিবার (২৪ জুলাই) সামাজিকমাধ্যমে ফেসবুকে সাকিব নিজেই একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, সাকিবের মাথার চুল কোঁকড়ানো, রেখেছেন গোঁফ আর গলায় ঝুলছে লকেট! এ ছবি দেখার পরেই তার ভক্তদের মধ্যে নানা কথা শুরু হয়ে গেছে।
জানা গেছে, বিজ্ঞাপনের শুটিং করতে সম্প্রতি এফডিসিতে যান সাকিব। অংশ নিয়েছেন এক মোবাইল ফোন অপারেটরের শুটিংয়ে। যার শুভেচ্ছা দূতও তিনি। তাদের অ্যাপেরই বিজ্ঞাপন চিত্রের শুটিং হচ্ছে। সেই কারণেই এই গেটআপ নিয়েছেন সাকিব আল হাসান।
এদিকে, মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংক ও বেসরকারি যমুনা ব্যাংককের কাছে পাঁচ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন সাকিব আল হাসান। চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবার পরেও বেআইনিভাবে দুটি প্রতিষ্ঠান সাকিবের ছবি ও ব্যান্ড ইমেজ ব্যবহার করছে।
হককথা/এমউএ