নিউইয়র্ক ০২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল আয়োজিত ফুটবল লীগ শুরু

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৯:০৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২
  • / ৮৬ বার পঠিত

বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত ফুটবল লীগ-২০২২ শুরু হয়েছে।

ইউএনএ, নিউইয়র্ক : বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত ফুটবল লীগ-২০২২ শুরু হয়েছে। নিউইয়র্কের র‌্যান্ডলস আইল্যান্ড পার্কে গত ১৭ জুলাই রোববার থেকে শুরু হওয়া এবারের লীগে চার গ্রæপে ৮টি দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে: গ্রæপ এ: ব্রঙ্কস ইউনাইটেড এফসি ও গার্ডেন স্টার এফসি, গ্রæপ বি: আইসাব এফসি প্রো ও ওজনপার্ক ফাইটার্স এফসি, গ্রæপ সি: আইসাব এফসি ও নিউ জেনারেশন এফসি এবং গ্রপ ডি: বন্ধু ইউনাইটেড এফসি ও স›দ্বীপ ইউনাইটেড এফসি। এবারের লীগের গ্র্যান্ড স্পন্সর হচ্ছে বিএসিডিওয়াইএস.অর্গ।
উদ্বোধনী দিনে দু’টি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় ব্রঙ্কস ইউনাইটেড এফসি ১-০ গোলে গার্ডেন স্টার এফসি-কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে জাহিদ একমাত্র গোলটি করেন। দিনের দ্বিতীয় খেলায় স›দ্বীপ ইউনাইটেড এফসি ২-১ গোলে বন্ধু ইউনাইটেড এফসি-কে পরাজিত করে জয়লাভ করে। সন্ধীপের পক্ষে রুহন ও মুজাহিদ এবং বন্ধু’র পক্ষে লিমন গোলগুলো করেন।
এদিন বিকেল সাড়ে ৫টায় উদ্বোধনী অনুষ্ঠানে স্পোর্টস কাউন্সিলের সভাপতি মিসবা আবদীন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ এইচ রশীদ রানা সহ অন্যানের মধ্যে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মনজুর আহমেদ চৌধুরী ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাদশা ছাড়াও দুলাল মিয়া এনাম, আনোয়ার হোসেন, আব্দুল কাদির লিপু, সাইকুল ইসলাম প্রমুখ কর্তকর্তা মাঠে উপস্থিত ছিলেন।

হককথা/টিএ

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল আয়োজিত ফুটবল লীগ শুরু

প্রকাশের সময় : ০৯:০৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২

ইউএনএ, নিউইয়র্ক : বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত ফুটবল লীগ-২০২২ শুরু হয়েছে। নিউইয়র্কের র‌্যান্ডলস আইল্যান্ড পার্কে গত ১৭ জুলাই রোববার থেকে শুরু হওয়া এবারের লীগে চার গ্রæপে ৮টি দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে: গ্রæপ এ: ব্রঙ্কস ইউনাইটেড এফসি ও গার্ডেন স্টার এফসি, গ্রæপ বি: আইসাব এফসি প্রো ও ওজনপার্ক ফাইটার্স এফসি, গ্রæপ সি: আইসাব এফসি ও নিউ জেনারেশন এফসি এবং গ্রপ ডি: বন্ধু ইউনাইটেড এফসি ও স›দ্বীপ ইউনাইটেড এফসি। এবারের লীগের গ্র্যান্ড স্পন্সর হচ্ছে বিএসিডিওয়াইএস.অর্গ।
উদ্বোধনী দিনে দু’টি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় ব্রঙ্কস ইউনাইটেড এফসি ১-০ গোলে গার্ডেন স্টার এফসি-কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে জাহিদ একমাত্র গোলটি করেন। দিনের দ্বিতীয় খেলায় স›দ্বীপ ইউনাইটেড এফসি ২-১ গোলে বন্ধু ইউনাইটেড এফসি-কে পরাজিত করে জয়লাভ করে। সন্ধীপের পক্ষে রুহন ও মুজাহিদ এবং বন্ধু’র পক্ষে লিমন গোলগুলো করেন।
এদিন বিকেল সাড়ে ৫টায় উদ্বোধনী অনুষ্ঠানে স্পোর্টস কাউন্সিলের সভাপতি মিসবা আবদীন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ এইচ রশীদ রানা সহ অন্যানের মধ্যে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মনজুর আহমেদ চৌধুরী ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাদশা ছাড়াও দুলাল মিয়া এনাম, আনোয়ার হোসেন, আব্দুল কাদির লিপু, সাইকুল ইসলাম প্রমুখ কর্তকর্তা মাঠে উপস্থিত ছিলেন।

হককথা/টিএ