নিউইয়র্ক ০১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ঘরভর্তি শুধু অর্থ, গুনতেই হিমশিম তদন্তকারীরা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৮:১৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২
  • / ৬৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : ঘরে ঢুকে তাজ্জব তদন্তকারী কর্মকর্তরা। বিছানার তোশকের তলায়, দেওয়ালের তাকে, ঘরময় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ১০০ থেকে ২০০০ রুপির নোট। চারদিকে শুধু অর্থ আর অর্থ! এত অর্থ এলো কোত্থেকে?
ভারতের পাটনার এক ড্রাগস ইনস্পেক্টরের বিরুদ্ধে হিসাব বহির্ভূত সম্পত্তি থাকার অভিযোগে তল্লাশি চালানো হয়। তার ঘরেই মিলেছে এত পরিমাণ অর্থ।
শনিবার (২৫ জুন) বিহারে ড্রাগস ইনস্পেক্টরের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে তাজ্জব ভিজিল্যান্স কর্তারা। শুধু নোট গুনতেই তাদের গেল কয়েক ঘণ্টা। তবুও কী পরিমাণ অর্থ ওই অফিসারের বাড়ি থেকে বাজেয়াপ্ত হয়েছে তার নির্দিষ্ট হিসাব দিতে পারেননি অফিসাররা।
সূত্রের খবর, হিসাব বহির্ভূত সম্পত্তি থাকার অভিযোগে পটনার ড্রাগস ইনস্পেক্টর জিতেন্দ্র কুমারের বাড়িতে তল্লাশি চালানো হয়। ওই ইনস্পেক্টরের বাড়ি থেকে এত নগদ অর্থ পেয়ে বিস্মিত কর্মকর্তরা। ঘরের যত্রতত্র গোছা গোছা ১০০ এবং ২,০০০ রুপির নোটের বান্ডিল মিলেছে। তদন্তকারীরা সেই টাকার হিসেব করতে বসে পড়েন জিতেন্দ্রর ঘরের বিছানায়। পুরো খাট জুড়ে অর্থ বিছিয়ে হিসেব কষতে বসেন তারা। নগদ টাকা ছাড়াও বিপুল পরিমাণ গয়নাগাটি উদ্ধার হয়েছে। এর বেশির ভাগ রুপার। দুটো বিলাসবহুল গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে।
ওই ড্রাগস ইনস্পেক্টরকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো ঘটনায় বিহারের প্রশাসনিক মহলে আলোড়ন পড়ে গিয়েছে।
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ঘরভর্তি শুধু অর্থ, গুনতেই হিমশিম তদন্তকারীরা

প্রকাশের সময় : ০৮:১৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ঘরে ঢুকে তাজ্জব তদন্তকারী কর্মকর্তরা। বিছানার তোশকের তলায়, দেওয়ালের তাকে, ঘরময় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ১০০ থেকে ২০০০ রুপির নোট। চারদিকে শুধু অর্থ আর অর্থ! এত অর্থ এলো কোত্থেকে?
ভারতের পাটনার এক ড্রাগস ইনস্পেক্টরের বিরুদ্ধে হিসাব বহির্ভূত সম্পত্তি থাকার অভিযোগে তল্লাশি চালানো হয়। তার ঘরেই মিলেছে এত পরিমাণ অর্থ।
শনিবার (২৫ জুন) বিহারে ড্রাগস ইনস্পেক্টরের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে তাজ্জব ভিজিল্যান্স কর্তারা। শুধু নোট গুনতেই তাদের গেল কয়েক ঘণ্টা। তবুও কী পরিমাণ অর্থ ওই অফিসারের বাড়ি থেকে বাজেয়াপ্ত হয়েছে তার নির্দিষ্ট হিসাব দিতে পারেননি অফিসাররা।
সূত্রের খবর, হিসাব বহির্ভূত সম্পত্তি থাকার অভিযোগে পটনার ড্রাগস ইনস্পেক্টর জিতেন্দ্র কুমারের বাড়িতে তল্লাশি চালানো হয়। ওই ইনস্পেক্টরের বাড়ি থেকে এত নগদ অর্থ পেয়ে বিস্মিত কর্মকর্তরা। ঘরের যত্রতত্র গোছা গোছা ১০০ এবং ২,০০০ রুপির নোটের বান্ডিল মিলেছে। তদন্তকারীরা সেই টাকার হিসেব করতে বসে পড়েন জিতেন্দ্রর ঘরের বিছানায়। পুরো খাট জুড়ে অর্থ বিছিয়ে হিসেব কষতে বসেন তারা। নগদ টাকা ছাড়াও বিপুল পরিমাণ গয়নাগাটি উদ্ধার হয়েছে। এর বেশির ভাগ রুপার। দুটো বিলাসবহুল গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে।
ওই ড্রাগস ইনস্পেক্টরকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো ঘটনায় বিহারের প্রশাসনিক মহলে আলোড়ন পড়ে গিয়েছে।
হককথা/এমউএ