লাইভে এসে সালমানকে নিয়ে গোপন তথ্য ফাঁস শাহরুখের

- প্রকাশের সময় : ০১:৪৬:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২
- / ৬৭ বার পঠিত
বিনোদন ডেস্ক : দুইজনই খান, দুইজনই সেরা। আবার সেই দুইজনেরই গলায় গলায় বন্ধুত্ব সচরাচর দেখা যায় না। তবে শাহরুখ খান আর সালমান খানের ক্ষেত্রে ব্যাপার আলাদাই। সালমান বলতেই যেন গলা বুজে আসে বাদশার।
এদিকে বলিউডে তিন দশক পার করে ফেলেছেন। গত শনিবার (২৫ জুন) ফিল্ম ইন্ডাস্ট্রিতে ৩০ বছর পূর্তি উপলক্ষে ইনস্টাগ্রাম লাইভ করেন শাহরুখ। সেখানেই ‘পাঠান’ ছবি নিয়ে নানান কথা সবার সাথে ভাগ করে নিচ্ছিলেন শাহরুখ। কথায় কথায় উঠে আসে বন্ধু সালমানের সাথে কাজ করার প্রসঙ্গ।
শাহরুখ
কিং খান জানান, সল্লুর টাইগার ৩-তে তিনি ক্যামিও চরিত্রে অভিনয় করছেন। এই পর্যন্ত ঠিকঠাকই ছিল, কিন্তু কথা বলতে বলতে ভুলবশত এ কী বলে ফেললেন শাহরুখ! বন্ধু সালমানকে নিয়ে ফাঁস করে ফেললেন গোপন কথা। বলার পরই বিষয়টা নিয়ে অপ্রস্তুত হয়ে পড়েন তিনি।
ঠিক কী বলেছেন বাদশা? শাহরুখ বলেন, সালমান খানের সাথে কাজের নয়, ভালোবাসা, খুশি, বন্ধুত্ব, ভাতৃত্বের অভিজ্ঞতা। যখনই ওর সাথে কাজ করেছি, সেটা আনন্দের হয়ে উঠেছে। যদিও একটি (করণ অর্জুন) ছবি ছাড়া সালমানের সাথে আমি কোনো পূর্ণাঙ্গ ছবি করিনি।
সালমান
তিনি আরো বলেন, সত্যি কথা বলতে আমরা একসাথে ছিলাম না। তাই আমরা ছবিতে কাজ করার জন্য বছরে মাত্র ৪-৫দিন সময় পেয়েছি।
শাহরুখ আরো বলেন, ‘গত দুই বছর দারুণ ছিল, কারণ আমি সালমানের টিউবলাইটে কাজ করেছি। আবার ও (সলমন) আমার জিরো ছবির একটা গানে ছিল। আর এখন ও পাঠানে আছে।’ একথা বলে ফেলেই থেমে যান শাহরুখ।
এরপর বলেন, জানি না এটা হয়ত গোপন রাখার কথা ছিল। ইনশাল্লাহ, আমি টাইগারে থাকতে চাই।
প্রসঙ্গত, পাঠান ছবিতে রোম্যান্টিক নায়কের বদলে রোমহর্ষক লুকে ধরা দিয়েছেন কিং খান। যশরাজ ফিল্মসের ব্যানারে শাহরুখের এই ছবি মুক্তি পাচ্ছে ২০২৩ সালের ২৫ জানুয়ারি। হিন্দি ছাড়াও তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে ‘পাঠান’।
হককথা/এমউএ