জাপানে সমলিঙ্গে বিয়ে অসাংবিধানিক

- প্রকাশের সময় : ০৯:৪৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২
- / ৪০ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : জাপানে সমলিঙ্গে বিয়েতে নিষেধাজ্ঞাকে সমুন্নত রেখেছে আদালত। ওসাকার এক আদালত সোমবার এ বিষয়ক রায়ে বলেছে, জাপানে সমলিঙ্গে বিয়েতে নিষেধাজ্ঞা অসাংবিধানিক নয়। গ্রুপ অব সেভেন-এর এলজিবিটিকিউয়ের অধিকারকর্মীদেরকে এর মধ্য দিয়ে আরও পিছনে নিয়ে গেল। কারণ, এই রায়ের পর জাপানে সমলিঙ্গে বিয়েতে আর কোনো অনুমতি থাকলো না। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
তিনটি সমলিঙ্গের যুগল- দুটি পুরুষ যুগল এবং একটি নারী যুগল ওসাকার ডিস্ট্রিক্ট কার্টে এ বিষয়ে মামলা করেছিলেন। এর শুনানিতে আদালত সমলিঙ্গে বিয়েতে নিষেধাজ্ঞা দিয়ে রায় দিয়েছিলেন। মার্চে স্যাপোরোর একটি আদালত ওই রায় দিয়েছিলেন। তাতে সমলিঙ্গে বিয়েকে অসাংবিধানিক বলে রায় দেয়া হয়। কিন্তু বিয়ে যদি অবৈধ হয় তাহলে এখাতে প্রতিটি যুগলকে ক্ষতিপূরণ বাবদ ১০ লাখ ইয়েন দেয়ার দাবি করেন সংশ্লিষ্ট দম্পতিরা। কিন্তু আদালত সমলিঙ্গে বিয়েকে অসাংবিধানিক বলে যেমন দাবি করেছেন, তেমনি তাদের ক্ষতিপূরণ দাবিকেও উড়িয়ে দিয়েছেন।
হককথা/এমউএ