১ জুলাই থেকে রাশিয়ানদের জন্য ভিসা চালু করছে ইউক্রেন

- প্রকাশের সময় : ০৮:৩২:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২
- / ৫০ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : ১ জুলাই থেকে রাশিয়ান নাগরিকদের জন্য ভিসা ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেন ।ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল একথা বলেছেন। শুক্রবার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্যামিহালকে উদ্ধৃত করে সিনহুয়া বার্তা সংস্থা জানিয়েছে, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলেনস্কি বলেছেন যে ‘দেশের জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার ওপর ক্রমাগত হুমকির কারণে রাশিয়ান নাগরিকদের জন্য ইউক্রেনে ভিসা-মুক্ত ভ্রমণ বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে ‘ । প্রেসিডেন্ট আরো বলেন, ‘রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে পুরোদস্তুর যুদ্ধ চালাচ্ছে। সেজন্য আমাদের ভূখণ্ডে রুশ নাগরিকদের প্রবেশ নিয়ন্ত্রণ করা প্রয়োজন। ’ ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন সীমান্তে রুশ সেনা ঢুকে পড়ার আগে রাশিয়ার নাগরিকদের সেদেশে প্রবেশে কোনও ভিসা লাগত না। তাদের প্রথম প্রবেশের তারিখ থেকে অন্তত ৯০ দিন থাকার অনুমতি দেওয়া হত । কিন্তু যুদ্ধ সব বদলে দিয়েছে। যদিও এই সিদ্ধান্তকে প্রতীকী বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কেননা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই দুই দেশের সীমান্ত সরকারি ভাবে বন্ধ করে রাখা হয়েছে।
ফলে ভিসা প্রবর্তন করলেও বর্তমান পরিস্থিতির খুব বেশি কিছু পরিবর্তন হবে না।ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন যে তার মন্ত্রক যুদ্ধের শুরু থেকেই রাশিয়ানদের দেশে প্রবেশ করার বিপক্ষে ছিল। রাশিয়ানদের জন্য ভিসা চালু করার সিদ্ধান্ত একটি সুচিন্তিত পদক্ষেপ যা ইউক্রেনের জাতীয় নিরাপত্তা রক্ষা করবে। রাশিয়া ও ইউক্রেনের সীমান্ত ২ হাজার ৩০০ কিলোমিটার দীর্ঘ। আর দুই দেশের অনেক নাগরিকের মধ্যেই পারিবারিক যোগসূত্রও রয়েছে। কাজেই দুই দেশের নাগরিকদেরই যাতায়াত ছিল বরাবরই। কিন্তু ২০১৪ সাল থেকে পট পরিবর্তন হতে শুরু করে। ওই বছর মস্কো ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয়। ক্রেমলিনের এই অভিযানের পর পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের লড়াই শুরু হয়ে যায়। এই বিচ্ছিন্নতাবাদীদের পিছনে রাশিয়ার মদত রয়েছে বলে ইউক্রেনের অভিযোগ। ওই ঘটনার পর থেকেই ইউক্রেনে আসা রুশ নাগরিকদের সংখ্যা কমতে থাকে। ইউক্রেনের বর্ডার গার্ডের এক মুখপাত্র অ্যান্দ্রে ডেমচেঙ্কো জানিয়েছেন, ২০১৩ সালে ইউক্রেনে এসেছিলেন প্রায় ১.৮ কোটি রুশ নাগরিক। কিন্তু এক বছর পরই ওই সংখ্যা কমে হয় ২৫ লক্ষ? ২০১৫ থেকে ২০১৯ সালের মধ্যে তা কমে হয় ১৫ লক্ষ। এরপর হানা দেয় কোভিড মহামারী। এর ধাক্কায় ২০২০ ও ২০২১ সালে ইউক্রেনে আসা রুশ নাগরিকদের সংখ্যা আরও কমে যায়। ওই সময় পাঁচ লক্ষের বেশি রুশ নাগরিক ইউক্রেন আসেনি।
সূত্র : ওয়াশিংটন পোস্ট
হককথা/এমউএ