নিউইয়র্ক ০১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ওয়েস্ট ইন্ডিজ সফরে সব ফরম্যাটেই থাকছেন সাকিব

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০২:৩৩:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
  • / ১০৩ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : টাইগারদের শেষ কয়েকটি সিরিজের সব ফরম্যাটে দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে পুরোপুরি পাওয়া যায়নি। এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন মিডিয়ার সামনেও কয়েকবার বলেছেন, দলের প্রয়োজনের সময় সাকিবকে পাওয়া যায় না। তবে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের সব ফরম্যাটেই থাকছেন দেশসেরা এই অলরাউন্ডার।
গতকাল সোমবার (৩০ মে) সংবাদমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেন বিসিবি পরিচালক জালাল ইউনূস।
তিনি বলেন, ওয়েস্ট ইন্ডিজ সফরে সাকিব অবশ্যই খেলছেন। টি-টোয়েন্টি, ওয়ানডে এবং টেস্ট তিন ফরম্যাটেই সে খেলবে।’
উল্লেখ্য, চলতি মৌসুমের শুরুতে সাকিব জানিয়েছিলেন, ক্যারিয়ার দীর্ঘায়িত করতে তিনি সব ফরম্যাটে খেলতে চান না। পরিস্থিতি অনুযায়ী বেছে বেছে ফরম্যাট খেলতে চান। তবে সবশেষ দুই সিরিজে ছিলেন সাকিব।
সাউথ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজ খেলে পারিবারিক ব্যস্ততার কারণে তিনি দেশে ফিরে আসেন। আর শ্রীলঙ্কা সিরিজের আগে কোভিড পজিটিভ হয়ে না খেলার সম্ভাবনা থাকলেও, ম্যাচের আগের দিন নেগেটিভ হয়ে মাঠে নামেন।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য বিসিবির ঘোষিত তিন ফরম্যাটের দলেই আছেন সাকিব।
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ওয়েস্ট ইন্ডিজ সফরে সব ফরম্যাটেই থাকছেন সাকিব

প্রকাশের সময় : ০২:৩৩:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২

ক্রীড়া ডেস্ক : টাইগারদের শেষ কয়েকটি সিরিজের সব ফরম্যাটে দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে পুরোপুরি পাওয়া যায়নি। এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন মিডিয়ার সামনেও কয়েকবার বলেছেন, দলের প্রয়োজনের সময় সাকিবকে পাওয়া যায় না। তবে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের সব ফরম্যাটেই থাকছেন দেশসেরা এই অলরাউন্ডার।
গতকাল সোমবার (৩০ মে) সংবাদমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেন বিসিবি পরিচালক জালাল ইউনূস।
তিনি বলেন, ওয়েস্ট ইন্ডিজ সফরে সাকিব অবশ্যই খেলছেন। টি-টোয়েন্টি, ওয়ানডে এবং টেস্ট তিন ফরম্যাটেই সে খেলবে।’
উল্লেখ্য, চলতি মৌসুমের শুরুতে সাকিব জানিয়েছিলেন, ক্যারিয়ার দীর্ঘায়িত করতে তিনি সব ফরম্যাটে খেলতে চান না। পরিস্থিতি অনুযায়ী বেছে বেছে ফরম্যাট খেলতে চান। তবে সবশেষ দুই সিরিজে ছিলেন সাকিব।
সাউথ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজ খেলে পারিবারিক ব্যস্ততার কারণে তিনি দেশে ফিরে আসেন। আর শ্রীলঙ্কা সিরিজের আগে কোভিড পজিটিভ হয়ে না খেলার সম্ভাবনা থাকলেও, ম্যাচের আগের দিন নেগেটিভ হয়ে মাঠে নামেন।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য বিসিবির ঘোষিত তিন ফরম্যাটের দলেই আছেন সাকিব।
হককথা/এমউএ