নিউইয়র্ক ০৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

যেদিন রণভীর জড়িয়ে ধরায় ক্ষেপেছিলেন দীপিকা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৯:৪৬:০২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
  • / ৫০ বার পঠিত

বিনোদন ডেস্ক : ‘গোলিয়ন কি রাসলীলা: রাম লীলা’র শুটিং থেকেই পরিচয়। এরপর পরিণয়। সেখান থেকে বর্তমানে বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রণভীর সিং এবং দীপিকা পাড়ুকোন জুটি।
২০১৮তে বিয়ে করছিলেন তারা। তবে এর আগের এক মজার ঘটনা সম্প্রতি জানিয়েছেন রণভীর।
একদিন নাকি দীপিকাকে ক্যামেরার সামনে জড়িয়ে ধরায় রেগে গিয়েছিলেন মাস্তানি!
রণভীর বলেন, ‘এটি ২০১৫ সালের ঘটনা। যখন আমরা একসঙ্গে ‘বাজিরাও মাস্তানি’ সিনেমার প্রচারণা করছিলাম। তখন আমি প্রথমবারের মতো দীপিকাকে ক্যামেরার সামনে জোরে জড়িয়ে ধরেছিলাম। দীপিকার প্রথম কথা ছিল, ‘তুমি ক্যামেরার সামনে আমাকে এভাবে জড়িয়ে ধরবা নাকি!’ খুব রেগে গিয়েছিল সে।’
‘গালি বয়’ অভিনেতা আরো বলেন, তার জীবনে সেরা প্রাপ্তি দীপিকা। তার সম্পর্কের বিস্ময়কর দিকটি হলো দীপিকা তাকে প্রতিনিয়ত বিস্মিত করে। কখনো রাগী কিংবা কখনো চিনির মতো মিষ্টি স্বভাবে।
রণভীরের ভাষায়, ‘আমার কাছে সে আমার প্রেমিকা, সেরা বন্ধু এবং সেরা বউ।’
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

যেদিন রণভীর জড়িয়ে ধরায় ক্ষেপেছিলেন দীপিকা

প্রকাশের সময় : ০৯:৪৬:০২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২

বিনোদন ডেস্ক : ‘গোলিয়ন কি রাসলীলা: রাম লীলা’র শুটিং থেকেই পরিচয়। এরপর পরিণয়। সেখান থেকে বর্তমানে বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রণভীর সিং এবং দীপিকা পাড়ুকোন জুটি।
২০১৮তে বিয়ে করছিলেন তারা। তবে এর আগের এক মজার ঘটনা সম্প্রতি জানিয়েছেন রণভীর।
একদিন নাকি দীপিকাকে ক্যামেরার সামনে জড়িয়ে ধরায় রেগে গিয়েছিলেন মাস্তানি!
রণভীর বলেন, ‘এটি ২০১৫ সালের ঘটনা। যখন আমরা একসঙ্গে ‘বাজিরাও মাস্তানি’ সিনেমার প্রচারণা করছিলাম। তখন আমি প্রথমবারের মতো দীপিকাকে ক্যামেরার সামনে জোরে জড়িয়ে ধরেছিলাম। দীপিকার প্রথম কথা ছিল, ‘তুমি ক্যামেরার সামনে আমাকে এভাবে জড়িয়ে ধরবা নাকি!’ খুব রেগে গিয়েছিল সে।’
‘গালি বয়’ অভিনেতা আরো বলেন, তার জীবনে সেরা প্রাপ্তি দীপিকা। তার সম্পর্কের বিস্ময়কর দিকটি হলো দীপিকা তাকে প্রতিনিয়ত বিস্মিত করে। কখনো রাগী কিংবা কখনো চিনির মতো মিষ্টি স্বভাবে।
রণভীরের ভাষায়, ‘আমার কাছে সে আমার প্রেমিকা, সেরা বন্ধু এবং সেরা বউ।’
হককথা/এমউএ