নিউইয়র্ক ১০:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

এবার ফিনল্যান্ডে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:১১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ মে ২০২২
  • / ৫৮ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার জ্বালানিবিষয়ক সরকারি প্রতিষ্ঠান গ্যাজপ্রম জানিয়েছে, আজ শনিবার (২১ মে) থেকেই ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া। সম্প্রতি রাশিয়া থেকে কেনা গ্যাসের দাম রুবলে পরিশোধ করতে চায়নি ফিনল্যান্ড। তারই মধ্যে আবার পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের ঘোষণা দেয় দেশটি। তারপরই রাশিয়া থেকে এ খবর এলো।
ফিনল্যান্ডে প্রাকৃতিক গ্যাসের বেশির ভাগই আমদানি করা হয় রাশিয়া থেকে। তবে দেশটিতে জ্বালানি গ্যাসের চাহিদা কম। দেশের মোট জ্বালানি চাহিদার এক–দশমাংশের কম পূরণ হয় গ্যাস থেকে।
ফিনল্যান্ডের এক সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, ‘আমরা এই পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আমাদের গ্যাস সরবরাহ ব্যবস্থায় কোনো বাধা আসবে না। আগামী মাসগুলোতে আমরা সব গ্রাহককে গ্যাস সরবরাহ করতে পারব।’
এর আগে গত মাসে পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা দেয় রাশিয়া। কারণ সেই একই। ওই দুই দেশই গ্যাসের দাম রুবলে পরিশোধ করতে অসম্মতি জানিয়েছিল। -সূত্র: বিবিসি
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

এবার ফিনল্যান্ডে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ

প্রকাশের সময় : ০১:১১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ মে ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার জ্বালানিবিষয়ক সরকারি প্রতিষ্ঠান গ্যাজপ্রম জানিয়েছে, আজ শনিবার (২১ মে) থেকেই ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া। সম্প্রতি রাশিয়া থেকে কেনা গ্যাসের দাম রুবলে পরিশোধ করতে চায়নি ফিনল্যান্ড। তারই মধ্যে আবার পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের ঘোষণা দেয় দেশটি। তারপরই রাশিয়া থেকে এ খবর এলো।
ফিনল্যান্ডে প্রাকৃতিক গ্যাসের বেশির ভাগই আমদানি করা হয় রাশিয়া থেকে। তবে দেশটিতে জ্বালানি গ্যাসের চাহিদা কম। দেশের মোট জ্বালানি চাহিদার এক–দশমাংশের কম পূরণ হয় গ্যাস থেকে।
ফিনল্যান্ডের এক সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, ‘আমরা এই পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আমাদের গ্যাস সরবরাহ ব্যবস্থায় কোনো বাধা আসবে না। আগামী মাসগুলোতে আমরা সব গ্রাহককে গ্যাস সরবরাহ করতে পারব।’
এর আগে গত মাসে পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা দেয় রাশিয়া। কারণ সেই একই। ওই দুই দেশই গ্যাসের দাম রুবলে পরিশোধ করতে অসম্মতি জানিয়েছিল। -সূত্র: বিবিসি
হককথা/এমউএ