নিউইয়র্ক ১০:০৯ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

যে কারণে থেমে গেল ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০২:১৫:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২
  • / ১১০ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের বিভিন্ন শহর দখলের চেষ্টা করছে রুশ বাহিনী। তাদের ঠেকাতে মরিয়া হয়ে লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয়রা। প্রাণহানী ও ব্যাপক ক্ষয়ক্ষতির এ যুদ্ধ পরিস্থিতির মধ্যেই চলছিল দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনা। এবার তা থেমে গেল। কিন্তু কেনো এ আলোচনা থেমে গেল?
জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানায়, মঙ্গলবার রাশিয়া ও ইউক্রেন দুই দেশের প্রতিনিধিই জানিয়ে দিয়েছেন, শান্তি আলোচনা আপাতত স্থগিত। কোনোপক্ষই সমাধানসূত্রে পৌঁছাতে পারছে না।
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার জন্য সামগ্রিকভাবে ইউক্রেনকে দায়ী করেছেন রাশিয়ার প্রতিনিধিরা। রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুডেনকো বলেন, ‘কিয়েভ কার্যত আলোচনার টেবিল থেকে উঠে গেছে। আপসমীমাংসার সামান্য সুযোগটুকু তারা রাখেনি।’
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সারগেই লাভরভের বক্তব্য, ইউক্রেন নিজের স্বার্থের কথা ভাবছে না। তারা পশ্চিমা দেশগুলোর অঙ্গুলিহেলনে কাজ করছে। পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে কার্যত ব্যবহার করছে নিজেদের স্ট্র্যাটেজি সাজানোর জন্য। এতে ইউক্রেনের কোনো লাভ হবে না।
রুশ পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, ‘আমরা সবসময়ই আলোচনার মাধ্যমে সমাধান চেয়েছিলাম। কিন্তু ইউক্রেন তা হতে দিচ্ছে না।’
অপরদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পরামর্শদাতা মিখাইলো পদোলিয়াক জানিয়েছেন, আলোচনা স্থগিত করতেই হলো। কারণ, রাশিয়া কোনোরকম দাবিই মানতে রাজি নয়। তারা কোনো সমাধানসূত্রেও পৌঁছাতে চাইছে না। রাশিয়ার অবস্থান অত্যন্ত নেতিবাচক বলে অভিযোগ করেছেন পদোলিয়াক।
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

যে কারণে থেমে গেল ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনা

প্রকাশের সময় : ০২:১৫:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের বিভিন্ন শহর দখলের চেষ্টা করছে রুশ বাহিনী। তাদের ঠেকাতে মরিয়া হয়ে লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয়রা। প্রাণহানী ও ব্যাপক ক্ষয়ক্ষতির এ যুদ্ধ পরিস্থিতির মধ্যেই চলছিল দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনা। এবার তা থেমে গেল। কিন্তু কেনো এ আলোচনা থেমে গেল?
জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানায়, মঙ্গলবার রাশিয়া ও ইউক্রেন দুই দেশের প্রতিনিধিই জানিয়ে দিয়েছেন, শান্তি আলোচনা আপাতত স্থগিত। কোনোপক্ষই সমাধানসূত্রে পৌঁছাতে পারছে না।
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার জন্য সামগ্রিকভাবে ইউক্রেনকে দায়ী করেছেন রাশিয়ার প্রতিনিধিরা। রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুডেনকো বলেন, ‘কিয়েভ কার্যত আলোচনার টেবিল থেকে উঠে গেছে। আপসমীমাংসার সামান্য সুযোগটুকু তারা রাখেনি।’
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সারগেই লাভরভের বক্তব্য, ইউক্রেন নিজের স্বার্থের কথা ভাবছে না। তারা পশ্চিমা দেশগুলোর অঙ্গুলিহেলনে কাজ করছে। পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে কার্যত ব্যবহার করছে নিজেদের স্ট্র্যাটেজি সাজানোর জন্য। এতে ইউক্রেনের কোনো লাভ হবে না।
রুশ পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, ‘আমরা সবসময়ই আলোচনার মাধ্যমে সমাধান চেয়েছিলাম। কিন্তু ইউক্রেন তা হতে দিচ্ছে না।’
অপরদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পরামর্শদাতা মিখাইলো পদোলিয়াক জানিয়েছেন, আলোচনা স্থগিত করতেই হলো। কারণ, রাশিয়া কোনোরকম দাবিই মানতে রাজি নয়। তারা কোনো সমাধানসূত্রেও পৌঁছাতে চাইছে না। রাশিয়ার অবস্থান অত্যন্ত নেতিবাচক বলে অভিযোগ করেছেন পদোলিয়াক।
হককথা/এমউএ