নিউইয়র্ক ১১:১০ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

৩০ বছর পর ফ্রান্সে নারী প্রধানমন্ত্রী

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০২:০০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২
  • / ৪৯ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : ৩০ বছরের বেশি সময় পর নারী প্রধানমন্ত্রী পেলো ফ্রান্স। সম্প্রতি দেশটির শ্রমমন্ত্রী এলিজাবেথ বর্নিকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। দেশের জনগণের কাছে একজন দক্ষ রাজনীতিক হিসেবে এলিজাবেথ বর্নির অনেক সুনাম রয়েছে।
গতকাল সোমবার (১৬ মে) ফরাসি প্রেসিডেন্টের সরকারি দপ্তর এলিসি প্যালেস এক বিবৃতিতে প্রধানমন্ত্রী হিসেবে এলিজাবেথ বর্নির নিয়োগের বিষয়টি জানিয়েছেন।
৬১ বছর বয়সী এই নারী রাজনীতিক বিদায়ী প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্সের স্থলাভিষিক্ত হবেন।
এর আগে, সামাজিক সংস্কারে নেওয়া দেশটির প্রেসিডেন্টের ঘোষিত প্যাকেজের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়ে গোটা ফ্রান্সে। সে সময় একজন দক্ষ টেকনোক্রেট মন্ত্রী হিসেবে শ্রমিক ইউনিয়নগুলোর সাথে আলোচনা চালিয়ে যান এলিজাবেথ বর্নি। বর্নির কার্যকর পদক্ষেপ আন্দোলন প্রশমনে ম্যাক্রোঁ সরকারকে বিশেষভাবে সহায়তা করে।
১৯৯১ সালের মে মাসে অল্প সময়ের জন্য নারী প্রধানমন্ত্রী পেয়েছিলো ফ্রান্স। সে সময় ইডিথ ক্রেসন মাত্র এক বছর দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
চলতি বছর এপ্রিলের প্রেসিডেন্ট নির্বাচনে ম্যাক্রোঁর দ্বিতীয় মেয়াদে জয়ের পর সরকারে ব্যাপক রদবদল আনার আভাস দিয়েছিলেন তিনি। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রী পদে এমন পরিবর্তন আনলেন ম্যাক্রোঁ।
আগামী জুনে গুরুত্বপূর্ণ নির্বাচন হবার কথা রয়েছে ফরাসি পার্লামেন্টে। এ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার লড়াইয়ে মধ্যপন্থী ম্যাক্রোঁর সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বামপন্থী ও কট্টর ডানপন্থীদের জোট।
এসব চ্যালেঞ্জ মোকাবিলায় একজন বামপন্থী নেতা এবং যার পরিবেশ বিষয়ে পর্যাপ্ত দখল রয়েছে তাকেই প্রধানমন্ত্রী পদে যোগ্য মনে করেছেন ম্যাক্রোঁ।- সূত্র: এএফপি
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

৩০ বছর পর ফ্রান্সে নারী প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : ০২:০০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ৩০ বছরের বেশি সময় পর নারী প্রধানমন্ত্রী পেলো ফ্রান্স। সম্প্রতি দেশটির শ্রমমন্ত্রী এলিজাবেথ বর্নিকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। দেশের জনগণের কাছে একজন দক্ষ রাজনীতিক হিসেবে এলিজাবেথ বর্নির অনেক সুনাম রয়েছে।
গতকাল সোমবার (১৬ মে) ফরাসি প্রেসিডেন্টের সরকারি দপ্তর এলিসি প্যালেস এক বিবৃতিতে প্রধানমন্ত্রী হিসেবে এলিজাবেথ বর্নির নিয়োগের বিষয়টি জানিয়েছেন।
৬১ বছর বয়সী এই নারী রাজনীতিক বিদায়ী প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্সের স্থলাভিষিক্ত হবেন।
এর আগে, সামাজিক সংস্কারে নেওয়া দেশটির প্রেসিডেন্টের ঘোষিত প্যাকেজের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়ে গোটা ফ্রান্সে। সে সময় একজন দক্ষ টেকনোক্রেট মন্ত্রী হিসেবে শ্রমিক ইউনিয়নগুলোর সাথে আলোচনা চালিয়ে যান এলিজাবেথ বর্নি। বর্নির কার্যকর পদক্ষেপ আন্দোলন প্রশমনে ম্যাক্রোঁ সরকারকে বিশেষভাবে সহায়তা করে।
১৯৯১ সালের মে মাসে অল্প সময়ের জন্য নারী প্রধানমন্ত্রী পেয়েছিলো ফ্রান্স। সে সময় ইডিথ ক্রেসন মাত্র এক বছর দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
চলতি বছর এপ্রিলের প্রেসিডেন্ট নির্বাচনে ম্যাক্রোঁর দ্বিতীয় মেয়াদে জয়ের পর সরকারে ব্যাপক রদবদল আনার আভাস দিয়েছিলেন তিনি। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রী পদে এমন পরিবর্তন আনলেন ম্যাক্রোঁ।
আগামী জুনে গুরুত্বপূর্ণ নির্বাচন হবার কথা রয়েছে ফরাসি পার্লামেন্টে। এ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার লড়াইয়ে মধ্যপন্থী ম্যাক্রোঁর সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বামপন্থী ও কট্টর ডানপন্থীদের জোট।
এসব চ্যালেঞ্জ মোকাবিলায় একজন বামপন্থী নেতা এবং যার পরিবেশ বিষয়ে পর্যাপ্ত দখল রয়েছে তাকেই প্রধানমন্ত্রী পদে যোগ্য মনে করেছেন ম্যাক্রোঁ।- সূত্র: এএফপি
হককথা/এমউএ