জাতীয় ক্রিকেট দলের সাফল্যে জাতি গৌরব অনুভব করছে: প্রধানমন্ত্রী
- প্রকাশের সময় : ১১:৪৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০১৫
- / ৮২১ বার পঠিত
ঢাকা: আইসিসি বিশ্বকাপ ২০১৫ আসরে বাংলাদেশ ক্রিকেট দলের বিস্ময়কর সাফল্যের পাশাপাশি পাকিস্তান ক্রিকেট দলের বিরুদ্ধে সাফল্যের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে ২ কোটি টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ক্রিকেট দলের সোনার ছেলেদের জন্য জাতি গৌরব বোধ করছে।’
শনিবার (২৫ এপ্রিল) বিকেলে গণভবনে বাংলাদেশ ক্রিকেট দলের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘আমি আমার পক্ষ থেকে আইসিসি বিশ্বকাপে চমতকার খেলার জন্য ১ কোটি টাকা এবং পাকিস্তানের বিরুদ্ধে ‘বাংলাওয়াশ’ ও একটি টি-২০ ম্যাচে জয়ের জন্য ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করছি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ দল ‘উইনিং মানি’ হিসেবে পাবে ১ কোটি টাকা, আইসিসি থেকে পাবে ৩ কোটি টাকা বিসিবি থেকে পাবে ১.৩০ কোটি টাকা এবং সাম্প্রতিক সাফল্যের জন্য বেক্সিমকো থেকে পাবে ১ কোটি টাকা।’
প্রধানমন্ত্রী দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশ দল ওডিআই এবং টি ২০ সিরিজের মতো টেস্ট সিরিজে পাকিস্তান দলকে পরাজিত করবে। আমরা একদিন বিশ্বকাপ জয় করবো ইনশাআল্লাহ।
শেখ হাসিনা জাতীয় দলের সকল সদস্যের আবাসন পরিকল্পনা ঘোষণা করে বলেন, এ জন্য তিনি উপযুক্ত ভূমি খুঁজতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। সেই জমির ওপর আমরা জাতীয় দলের খেলোয়াড়দের জন্য ফ্লাট নির্মাণ করবো।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ‘তাঁর সরকার এর আগে কয়েকজন খেলোয়াড়রের জন্য গাড়ি সরবরাহ করা করেছে। বাকী যে সব খেলোয়াড় গাড়ি এখনো পায়নি, তারাও একই সুবিধা পাবেন।’ শেখ হাসিনা উল্লেখ করেন, তাঁর সরকার খেলোয়াড়দের কল্যানে একটি ট্রাস্ট ফান্ড গঠন করবে যাতে তারা তাদের দুঃসময়ে বিশেষ করে খেলা থেকে অবসরের পরে এই তহবিল থেকে তাদের প্রয়োজন মিটাতে পারেন। আমরা ট্রাস্টের জন্য বেশ ভালো অর্থ বরাদ্দ দেব যাতে সকল ধরণের ক্রীড়া ব্যক্তিত্বরা দুঃসময়ে এই তহবিল থেকে আর্থিক সহযোগিতা নিতে পারেন। খবর বাসস’র।