ধর্মীয় ভাব-গম্ভীর পরিবেশে নিউইয়র্ক সহ সমগ্র উত্তর আমেরিকায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

- প্রকাশের সময় : ০৫:৪২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০২২
- / ২৬ বার পঠিত
হককথা রিপোর্ট: প্রতিকুল আবহাওয়ায়ও ধর্মীয় ভাব-গম্ভীর পরিবেশে নিউইয়র্ক সহ সমগ্র উত্তর আমেরিকায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। উইক ডে সোমবার ঈদ হলেও ধর্মপ্রাণ হাজার হাজার মুসলিম নর-নারীর ঢল নামে মসজিদগুলোতে। ঈদের জামাতগুলোতে প্রবাসী বাংলাদেশী ও মুসলিম কমিউনিটি সহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেও নিউইয়র্কের কোথাও কোথাও খোলা রাস্তার উপরে ঈদের জামাত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
মহামারী করোনার ভয়াবহতার দু’বছর পর এবারের ঈদের দিন মুসলিম কমিউনিটিতে আনন্দের বন্যা নেমে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর রং বে রং এর বাহারী পোষাক পরে মুসলিম কমিউনিটি ঈদের জামাত শেষে একে অপরের সাথে কোলাকুলির মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও ফোনকল, সামাজিক যোগাযোগের মাধ্যমেও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রবাসীরা। কেউ কেউ সপরিবারে আতœীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের বাসায় গিয়েও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
আমেরিকান মুসলিম সেন্টার
বিরূপ প্রকৃতির কারণে কুইন্সের জ্যামাইকা মুসলিম সেন্টার ভবনে ঈদুল ফিতরের চারটি জামাত অনুষ্ঠিত হয় যথাক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা ও ১১টায়। ব্রæকলীনের বাংলাদেশ মুসলিম সেন্টারে সকাল সাড়ে ৮টায় ঈদের একটি জামাত অনুষ্ঠিত হয়। ব্রঙ্কসের পার্কচেষ্টার জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়, ৯টায় ও সকাল ১০টায়। ম্যানহাটানের মদিনা মসজিদ ভবনে দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হয় যথাক্রমে সকাল ৯টায় ও সকাল সাড়ে ৯টায়।
এছাড়াও জ্যামাইকার আরাফা মসজিদে ঈদের ৪টি জামাত অনুষ্ঠিত হয় যথাক্রমে সকাল ৭টা, সকাল ৮টা, সকাল ৯টা ও সকাল ১০টায়।
জ্যামাইকার আমেরিকান মুসলিম সেন্টারের উদ্যোগে মসজিদ ভবনে ৫টি জামাত অনুষ্ঠিত হয় এক ঘন্টা পর পর যথাক্রমে সকাল সাড়ে ৬টা, সাড়ে ৭টা, সাড়ে ৮টায়, সাড়ে ৯টা এবং সকাল সাড়ে ১০টায়।
জ্যামাইকার মসজিদ মিশন জামে মসজিদে (হাজী ক্যাম্প মসজিদ) ঈদুল ফিতরের ৪টি জামাত অনুষ্ঠিত হয় এক ঘন্টা পর পর যথাক্রমে সকাল ৭টা, ৮টা, ৯টা ও সকাল ১০টায়।
আমেরিকান মুসলিম সেন্টার
জ্যামাইকার দারুস সালাম মসজিদ ভবনে ঈদের ৪টি জামাত অনুষ্ঠিত হয় যথাক্রমে সকাল ৭টা, ৮টা, ৯টা ও ১০টায়।
উডসাইডের আবু হুরায়রা জামে মসজিদের উদ্যোগে ঈদের ৩টি জামাত অনুষ্ঠিত হয় যথাক্রমে সকাল সাড়ে ৭টায়, সোয়া ৮টায় এবং ৯টায়।
এস্টোরিয়ার আল আমীন মসজিদের উদ্যোগে মসজিদ ভবনে ঈদের ৩টি জামাত অনুষ্ঠিত হয় যথাক্রমে সকাল ৭টা, ৮টা ও সকাল ৯টায়।
ব্রæকলীনের বায়তুল জান্নাহ জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের উদ্যোগে মসজিদ ভবনেই ঈদুল ফিতরের ৫টি জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৬টা থেকে শুরু করে আধা ঘন্টা পরপর।
ব্রঙ্কসের বাংলা বাজার জামে মসজিদের উদ্যোগে ঈদুল ফিতরের দুটি জামাত অনুষ্ঠিত হয় সকাল সোয়া ৮টায় ও সকাল ৯টায়।
এদিকে যুক্তরাষ্ট্রের অন্যান্যা অঙ্গরাজ্যেও বিপুল উৎসাহ-উদ্দীপনায় বাংলাদেশী মুসলিম কমিউনিটি পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন বলে জানা গেছে।