মাহমুদ রেজা চৌধুরীর নতুন গ্রন্থ ‘গনতান্ত্রিক সংস্কৃতি’ : নিউইয়র্কে প্রকাশনা উৎসব ১৬
- প্রকাশের সময় : ১১:৫৫:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০১৫
- / ১৬৯৩ বার পঠিত
নিউইয়র্ক: বিশিস্ট লেখক মাহমুদ রেজা চৌধুরীর পঞ্চম প্রবন্ধ গ্রন্থ ‘গণতান্ত্রিক সংস্কৃতি’র প্রথম প্রকাশনা উৎসব গত ১ নভেম্বর ঢাকায় জাতীয় প্রেস ক্লাব এ অনুষ্ঠিত হয়েছে । নিউইয়র্কেও এই আলোচিত গ্রন্থ নিয়ে মুক্ত ফোরাম এর বিশেষ অনুষ্ঠান (প্রকাশনা উৎসব) হবে ১৬ মে, শনিবার।
ঐদিন বিকেল আড়াইটায় অনুষ্ঠান হবে জ্যাকসন হাইটসের জুইস কালচারাল সেন্টারে। প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি আলোচক থাকবেন জাপানে নিযুক্ত বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম। আলোচনায় অংশ নেবেন বিশিষ্ট লেখক ও সমাজবী অধ্যাপক দেওয়ান শামসুল আরেফিন, লেখক ফেরদৌস সাজেদিন, কলামিষ্ট হাসান ফেরদৌস ও লেখক-সাংবাদিক নিনি ওয়াহেদ।
উল্লেখ্য, জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে ড. মিজানুর রহমান শেলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ড. সিরাজুল ইসলাম চৌধুরী। বইয়ের উপর আলোচনায় অংশ নেন বিশিষ্ট রাজনীতিক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনবীদ ড. কামাল হোসেন, প্রফেসর নজরুল ইসলাম, ইংরেজী দৈনিক নিউ এজ সম্পাদক নুরুল কবির এবং ড. সিনহা এম এ সাইয়িদ।
উল্লেখিত গ্রন্থে লেখক যুক্তি, উদারনৈতিক দৃষ্টিভঙ্গি এবং নানামুখি উদাহরণ, উপমার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে বিশ্লেষণ করেছেন লেখক মাহমুদ রেজা চৌধুরী। দীর্ঘদিন নিউইয়র্ক প্রবাসী এই লেখক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে পড়াশুনো শেষে ১৯৮৬ সাল থেকে লেখালেখি করে আসছেন দেশ এবং বিদেশের পত্র পত্রিকায়। তার প্রকাশিত অন্যান্য গ্রন্থসমূহ হোল দুরের প্রবাস কাছের স্বদেশ (১৯৯৫), খিড়কি থেকে সিংহ দুয়ার (২০০০), নাগরিক চিন্তা (২০০৫), এবং হক কথা (২০১০)।