মস্কো ব্যর্থ হচ্ছে, সাফল্য পাচ্ছে ইউক্রেন: ব্লিনকেন

- প্রকাশের সময় : ০৪:১৬:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২
- / ৮০ বার পঠিত
হককথা ডেস্ক : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যন্টনি ব্লিনকেন বলেছেন, মস্কো তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হচ্ছে। অন্যদিকে ইউক্রেন পাচ্ছে সাফল্য।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কিয়েভে বৈঠক শেষ করে পোল্যান্ড সীমান্তে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। খবর বিবিসির।
ব্লিনকেন বলেন, রাশিয়া ইউক্রেনের বিভিন্ন অংশে নৃশংসতা চালানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। পক্ষান্তরে ইউক্রেনীয়রা শক্তভাবে প্রতিরোধ গড়ে তুলেছে। একদিকে মস্কো তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হচ্ছে অন্যদিকে সাফল্য পাচ্ছে ইউক্রেন।
তিনি আরও বলেন, ইউক্রেন সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের চলমান সমর্থন জোরালোভাবে প্রদর্শনের সুযোগ এটি।
রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে নানাভাবে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে অত্যাধুনিক অস্ত্র সরবরাহের ক্ষেত্রে এ সহযোগিতার মাত্রা আরও বেশি।
ব্লিনকেন জানান, বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বের প্রশংসা করেছেন এবং ইউক্রেনের প্রতি ওয়াশিংটন যে উদারতা দেখাচ্ছে সেজন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা জানি না এ যুদ্ধের ভবিষ্যৎ কী হবে। তবে আমরা জানি একটি সার্বভৌম, স্বাধীন ইউক্রেনের স্থায়ীত্ব রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যতদিন দৃশ্যপটে থাকবেন তার চেয়ে দীর্ঘ হবে। আর ইউক্রেনের জন্য আমাদের সমর্থন অব্যাহত থাকবে পূর্ণাঙ্গ সাফল্য না পাওয়া পর্যন্ত।
সম্প্রতি ওয়াশিংটন জানায়, ব্লিনকেন ও অস্টিন রোববার কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারা সফর করেছেন এবং এখন তারা ইউক্রেনের ভূখণ্ডের বাইরে অবস্থান করছেন।
যুক্তরাষ্ট্রের এক জেষ্ঠ্য কর্মকর্তার বরাতে সিএনএন জানায়, এ সফরে ব্লিনকেন ও অস্টিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পাশাপাশি দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা, প্রতিরক্ষামন্ত্রী ওলেস্কি রেজনিকভ ও স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনাস্টিরস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন।
হককথা/এমউএ