পূর্ব ইউক্রেনে রাশিয়ার গণভোটের পরিকল্পনা

- প্রকাশের সময় : ০১:০৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২
- / ২৯ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব ইউক্রেনের খারসনে রাশিয়া গণভোটের পরিকল্পনা করছে বলে যুক্তরাজ্যের গোয়েন্দা এক রিপোর্টে দাবি করা হয়েছে। গতকাল রবিবার (২৪ এপ্রিল) গোয়েন্দাদের রিপোর্টটি প্রকাশ্যে এসেছে।
গত শুক্রবারের (২২ এপ্রিল) এই রিপোর্টে বলা হয়েছে, পূর্ব ইউক্রেনের খারসনে রাশিয়া গণভোটের পরিকল্পনা করছে। ‘সাজানো’ গণভোট করে রাশিয়া প্রমাণ করার চেষ্টা করবে, ওই অঞ্চলের মানুষ রাশিয়াপন্থি এবং তারা রাশিয়ার অন্তর্ভুক্ত হতে চায়। এর আগে ২০১৪ সালে ক্রিমিয়ার যুদ্ধের সময়েও রাশিয়া ঠিক একই কাজ করেছিল।
ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার অব্যবহিত আগে লুহানস্ক ও দনেৎস্ক নিজেদের স্বাধীন বলে ঘোষণা করেছিল। ওই দুই অঞ্চলেই রাশিয়াপন্থি বিচ্ছিন্নতাবাদীরা যথেষ্ট সক্রিয়। রাশিয়ার মদতে তারা সে কাজ করেছিল বলে ইউক্রেনের দাবি। পূর্ব ইউক্রেনের এই সবকয়টি অঞ্চলেই রাশিয়া গণভোট করার চেষ্টা চালাচ্ছে বলে গত সপ্তাহে দাবি করেছিল জেলেনস্কির প্রশাসন।
রাশিয়া এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি। তবে রাশিয়ার সেনা জানিয়েছে, পূর্ব ইউক্রেনের একাধিক শহরে লাগাতার লড়াই চলছে। কয়েকটি জায়গা এখন তাদের দখলে। পাশাপাশি খারকিভে ইউক্রেনের সেনার একটি অস্ত্রের ভান্ডার ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়া।
এদিকে গতকাল ইউক্রেনের রাজধানী কিয়েভ গিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। তারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠক করেছেন বলে জানানো হয়েছে।
তবে হোয়াইট হাউস এই সফরকে গোপন রাখতে চাইছে। এ বিষয়ে এখনো পর্যন্ত মার্কিন প্রশাসন কোনো মন্তব্য করতে চায়নি। আদৌ দুই মার্কিন প্রশাসক ইউক্রেন গেছেন কি না, তা-ও জানাতে সম্মত হয়নি হোয়াইট হাউস।
ইউক্রেন প্রশাসনের দাবি, বৈঠকে জেলেনস্কি দুই মার্কিন মন্ত্রীর কাছে নির্দিষ্ট কিছু অস্ত্রের দাবি করেছেন। তবে যুক্তরাষ্ট্র তা দিতে সম্মত হয়েছে কি না, তা জানা যায়নি। গত সপ্তাহে জেলেনস্কি জানিয়েছিলেন, তিনি আশা করছেন, মার্কিন প্রেসিডেন্ট কিয়েভের অবস্থা দেখে যাবেন। যদিও হোয়াইট হাউস স্পষ্ট করে দেয়, এই পরিস্থিতিতে বাইডেন ইউক্রেন যাবেন না। -ডয়চে ভেলে
হককথা/এমউএ