বিজ্ঞাপন :
এমএমসিতে বিশেষ দোয়ার আয়োজন : ঈদের জামাত ৩টি

রিপোর্ট:
- প্রকাশের সময় : ০১:২১:০৭ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
- / ৬২ বার পঠিত
হককথা রিপোর্ট: আমেরিকান মুসলিম সেন্টার (এএমসি)-এর উদ্যোগে পবিত্র লায়লাতুল কদর ও খতমুল কোরআন উপলক্ষ্যে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। হাজারো রাতের চেয়ে উত্তম রাত হিসেবে স্বীকৃত লায়লাতুল কদর (২৬ রমজান) রাত স্মরণে ২৭ এপ্রিল বুধবার রাতে এএমসি-তে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়াও খতমুল কোরআন উপলক্ষ্যে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে ২৯ এপ্রিল বুধবার (২৮ রমজান)। উভয় দোয়া মাহফিলে সকল মুসল্লিকে শরীক হওয়ার জন্য এএমসি কর্তৃপক্ষ বিশেষ অনুরোধ জানিয়েছেন।
এদিকে এএমসি’র উদ্যোগে ঈদুল ফিতরের তিনটি ঈদের জামাত অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। বিশেষ জামাত অনুষ্ঠিত হবে মসজিদে সকাল সাড়ে ৬টায়। এছাড়াও স্থানীয় রুফজ কিং পার্কে (১৫০-২৯ জ্যামাইকা এভিনিউ, নিউইয়র্ক ১১৪৩৫) দু’টি জামাত হবে যথাক্রমে প্রথম জামাত সকাল ৮টায়, দ্বিতীয় জামাত সকাল ১০টায়।