এবারো মাঝপথে বন্ধ হতে পারে আইপিএলে

- প্রকাশের সময় : ০৪:৫৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২
- / ৪১ বার পঠিত
ক্রীড়া ডেস্ক : গতবারের আইপিএলের আসর করোনার আঘাতে মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল। চলতি আসরে করোনা সংক্রমণের হাত থেকে বাঁচতে মাত্র একটি শহরেই সবগুলো ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেয় বিসিসিআই। তবে এবারের আসরও করোনার আঘাতের কারণে মাঝপথে বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এবারের আইপিএল আসরে অংশে নেওয়া দিল্লি ক্যাপিটালসের এক ক্রিকেটারের করোনা আক্রান্ত শনাক্ত হওয়ার পর আগের বারের শঙ্কা মাথা চাড়া দিয়েছে।
দিল্লি ক্যাপিটালসের ওই দলে খেলা বাংলাদেশি তারকা মুস্তাফিজুর রহমানসহ বাকিদেরে ইতোমধ্যে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। আজ সোমবার (১৮ এপ্রিল) ও আগামীকাল মঙ্গলবার (১৯ এপ্রিল) তাদের রুমে রুমে গিয়ে করোনা পরীক্ষা করা হবে।
খেলোয়াড়ের পর সোমবার সকালে দলটির ফিজিও প্যাট্রিক ফারহার্টও করোনা আক্রান্ত শনাক্ত হন। তার র্যাপিড এন্টিজেন টেস্ট করানো হয়েছে। আরো নিশ্চিত হওয়ার জন্য আরটি-পিসিআর টেস্টের জন্য স্যাম্পল পাঠানো হয়েছে।
আগামী ২০ এপ্রিল পাঞ্জাবের বিপক্ষে দিল্লির পরের ম্যাচ। তারা এই ম্যাচে একাদশ সাজাতে ব্যর্থ হলে ম্যাচটিকে স্থগিত করতে বাধ্য হবে বিসিসিআই। সেক্ষেত্রে এবারের আইপিএল চালিয়ে যাওয়ার ব্যাপারেও বড় ধাক্কা খেতে পারে তারা।
হককথা/এমউএ