নিউইয়র্ক ০৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ইউক্রেনের তুর্কি মসজিদে জিম্মিদের মুক্ত করল রাশিয়া

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:৩৯:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২
  • / ৫৪ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : বন্দরনগরী মারিউপোলের একটি তুর্কি মসজিদে ইউক্রেনের হাতে জিম্মি কয়েকজনকে উদ্ধার করেছে রাশিয়া।
আজ রবিবার (১৭ এপ্রিল) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল ইগর কোনাশেনকভ এ তথ্য জানিয়েছেন। রাশিয়ান সংবাদমাধ্যম তাসের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।
ইগর কোনাশেনকভ বলেন, ‘ইউক্রেনীয় নাৎসিদের’ হাতে মারিউপোলের একটি তুর্কি মসজিদে বন্দি থাকা জিম্মিদের মুক্ত করার জন্য একটি বিশেষ অভিযান চালানো হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের অনুরোধে ১৬ এপ্রিল অভিযানটি পরিচালনা করা হয়।
তিনি বলেন, জিম্মিদের মুক্ত করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া অভিযানকালে ‘বিদেশি ভাড়াটে যোদ্ধাসহ ২৯ জঙ্গি’ নিহত হয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, মার্চের রিপোর্টগুলো ইঙ্গিত করে যে, বন্দি নয় বরং রাশিয়ার গোলাগুলি থেকে আশ্রয় নিতে বেশ কিছু তুর্কি নাগরিক মসজিদটিতে আশ্রয় নিয়েছিলেন। পরে মসজিদে আশ্রয় নেওয়া এসব নাগরিকদের সরিয়ে নিতে মস্কোর সহায়তা চায় আঙ্কারা।
ওই সময়ে আনাতোলিয়ায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। জানান, মারিউপোলে আটকে পড়া তুর্কি নাগরিকদের সরিয়ে নিতে তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের কাছে সহায়তার অনুরোধ জানিয়েছেন।
প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া।
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ইউক্রেনের তুর্কি মসজিদে জিম্মিদের মুক্ত করল রাশিয়া

প্রকাশের সময় : ০১:৩৯:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : বন্দরনগরী মারিউপোলের একটি তুর্কি মসজিদে ইউক্রেনের হাতে জিম্মি কয়েকজনকে উদ্ধার করেছে রাশিয়া।
আজ রবিবার (১৭ এপ্রিল) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল ইগর কোনাশেনকভ এ তথ্য জানিয়েছেন। রাশিয়ান সংবাদমাধ্যম তাসের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।
ইগর কোনাশেনকভ বলেন, ‘ইউক্রেনীয় নাৎসিদের’ হাতে মারিউপোলের একটি তুর্কি মসজিদে বন্দি থাকা জিম্মিদের মুক্ত করার জন্য একটি বিশেষ অভিযান চালানো হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের অনুরোধে ১৬ এপ্রিল অভিযানটি পরিচালনা করা হয়।
তিনি বলেন, জিম্মিদের মুক্ত করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া অভিযানকালে ‘বিদেশি ভাড়াটে যোদ্ধাসহ ২৯ জঙ্গি’ নিহত হয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, মার্চের রিপোর্টগুলো ইঙ্গিত করে যে, বন্দি নয় বরং রাশিয়ার গোলাগুলি থেকে আশ্রয় নিতে বেশ কিছু তুর্কি নাগরিক মসজিদটিতে আশ্রয় নিয়েছিলেন। পরে মসজিদে আশ্রয় নেওয়া এসব নাগরিকদের সরিয়ে নিতে মস্কোর সহায়তা চায় আঙ্কারা।
ওই সময়ে আনাতোলিয়ায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। জানান, মারিউপোলে আটকে পড়া তুর্কি নাগরিকদের সরিয়ে নিতে তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের কাছে সহায়তার অনুরোধ জানিয়েছেন।
প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া।
হককথা/এমউএ