নিউইয়র্ক ০৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

জুনেই পদ্মা সেতু উদ্বোধনের প্রস্তুতি

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:১৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২
  • / ১১৩ বার পঠিত

বাংলাদেশ ডেস্ক : সরকার জুনের মধ্যেই পদ্মা সেতু উদ্বোধনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার (১৬ এপ্রিল) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির সভায় এ কথা জানান তিনি।
এসময় ওবায়দুল কাদের বলেন, শতভাগ সততার সাথে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। কোনো ঋণের টাকা ছাড়াই নিজেদের অর্থায়নে হয়েছে সেতুটির নির্মাণ কাজ।
বর্তমান সরকার প্রসঙ্গে বলেন, ৭৫ এর পর বিভিন্ন সরকার নানা প্রতিশ্রুতি দিলেও শেখ হাসিনা ছাড়া অন্য কোন সময়ে দেশের জনগণ এত ভালো ছিল না। বর্তমান সরকার জনগণের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন।
পরে নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, পৃথিবীর অন্যান্য দেশের মতই বাংলাদেশে নির্বাচন হবে। এজন্য নির্বাচন কমিশন শতভাগ সচ্ছতার সাথে তাদের দায়িত্ব পালন করবে।
বিএনপি বারবার নির্বাচন বিরোধী কথা বললেও জল ঘোলা করেও শেষ মুহূর্তে বিএনপি নির্বাচনে অংশ নেবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, পরিস্কারভাবে বলতে চাই, বাংলাদেশে অনেক সরকার এসছে। বঙ্গবন্দু হত্যার পর পঁচাত্তরের পর বহু সরকার। অনেক সরকার ক্ষমতায় এসছে। জনগণকে প্রতিশ্রুতি দিয়েছে। প্রতিশ্রুতির বরখেলাপ করেছে।ওয়াদা করেছে, ওয়াদা ভঙ্গ করেছে। বিদেশ থেকে ঋণ এনে ঋণ খেয়েছে। গণতন্ত্রের নামে গণতন্ত্রের মুখোশ পরা বর্ণচোরা। এই রাজনীতিকে সবাই চিনে।
করোনা মহামারি ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বজুড়ে অর্থনৈতিক সঙ্কটের কথা তুলে ধরে তিনি আরো বলেন, আপনারা তুলনা করেন, সমালোচনা করেন। বড় বড় কথা বলেন। আজকে বাংলাদেশের মানুষ যত ভালো আছে অত ভালো কি কোনোদিন ছিল?
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

জুনেই পদ্মা সেতু উদ্বোধনের প্রস্তুতি

প্রকাশের সময় : ০৫:১৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২

বাংলাদেশ ডেস্ক : সরকার জুনের মধ্যেই পদ্মা সেতু উদ্বোধনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার (১৬ এপ্রিল) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির সভায় এ কথা জানান তিনি।
এসময় ওবায়দুল কাদের বলেন, শতভাগ সততার সাথে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। কোনো ঋণের টাকা ছাড়াই নিজেদের অর্থায়নে হয়েছে সেতুটির নির্মাণ কাজ।
বর্তমান সরকার প্রসঙ্গে বলেন, ৭৫ এর পর বিভিন্ন সরকার নানা প্রতিশ্রুতি দিলেও শেখ হাসিনা ছাড়া অন্য কোন সময়ে দেশের জনগণ এত ভালো ছিল না। বর্তমান সরকার জনগণের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন।
পরে নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, পৃথিবীর অন্যান্য দেশের মতই বাংলাদেশে নির্বাচন হবে। এজন্য নির্বাচন কমিশন শতভাগ সচ্ছতার সাথে তাদের দায়িত্ব পালন করবে।
বিএনপি বারবার নির্বাচন বিরোধী কথা বললেও জল ঘোলা করেও শেষ মুহূর্তে বিএনপি নির্বাচনে অংশ নেবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, পরিস্কারভাবে বলতে চাই, বাংলাদেশে অনেক সরকার এসছে। বঙ্গবন্দু হত্যার পর পঁচাত্তরের পর বহু সরকার। অনেক সরকার ক্ষমতায় এসছে। জনগণকে প্রতিশ্রুতি দিয়েছে। প্রতিশ্রুতির বরখেলাপ করেছে।ওয়াদা করেছে, ওয়াদা ভঙ্গ করেছে। বিদেশ থেকে ঋণ এনে ঋণ খেয়েছে। গণতন্ত্রের নামে গণতন্ত্রের মুখোশ পরা বর্ণচোরা। এই রাজনীতিকে সবাই চিনে।
করোনা মহামারি ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বজুড়ে অর্থনৈতিক সঙ্কটের কথা তুলে ধরে তিনি আরো বলেন, আপনারা তুলনা করেন, সমালোচনা করেন। বড় বড় কথা বলেন। আজকে বাংলাদেশের মানুষ যত ভালো আছে অত ভালো কি কোনোদিন ছিল?
হককথা/এমউএ