ঝড়ের নাম ‘কেজিএফ-টু’

- প্রকাশের সময় : ০৭:৫১:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
- / ৫২ বার পঠিত
অবশেষে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কেজিএফ চ্যাপ্টার টু’। ভারতের দশ হাজার সিনেমা হলে একযোগে চলছে এটি। এরমধ্যে সিনেমাটির হিন্দি সংস্করণ চলছে সাড়ে চার হাজার হলে। মার্কিন মুলুকেও মুক্তি পেয়েছে এই চলচ্চিত্র। এর মাধ্যমে দক্ষিণী প্রথম কোনো সিনেমা পৃথিবীর সবথেকে ক্ষমতাধর দেশটিতে মুক্তি পেল।
এদিকে মুক্তির এক দিনেই বক্স অফিসে ঝড় তুলেছে ‘কেজিএফ’র দ্বিতীয় অধ্যায়। সেই ঝড়ে উড়ে গেছে ‘বাহুবলী টু’ । রেহাই পায়নি সম্প্রতি আলোড়ন তোলা ‘আরআরআর’। বক্স অফিসে আয়ের হিসেবে এদের টপকে গেছে সিনেমাটি।
মুক্তির প্রথম দিনে ‘বাহুবলী-টু’ ঘরে তুলেছিল ৪১ কোটি রুপি। ‘আরআরআর’ তুলেছিল ২০ কোটি রুপি। এদিকে ‘কেজিএফ-টু’ প্রথম দিনেই নিজের পকেটে পুরেছে ৫০ কোটি রুপি। তবুও আয়ের রেকর্ড এখনও গড়তে পারেনি সিনেমাটি। সে রেকর্ড এখনও ‘ওয়ার’ সিনেমার দখলে। সিনেমাটি প্রথম দিনে আয় করেছিল ৫৩.৩৫ কোটি রুপি।
তবে বক্স অফিস বিশ্লেষকরা জানিয়েছেন, ‘ওয়ারে’র রেকর্ডও নাকি ভাঙবে ‘কেজিএফ-টু’ । তা নাকি খুব দ্রুতই সম্ভব হবে। মার্কিন মুলুকেও সিনেমাটির আয়ের পরিমাণ কম নয়। ১০ লাখ মার্কিন ডলার এসেছে সেখান থেকে। সব মিলিয়ে দেখা গেছে মুক্তির পর থেকে এ পর্যন্ত সিনেমাটি আয় করেছে ১৩৫ কোটির রুপির ওপরে।
‘কেজিএফ-টু’ সিনেমার বিজয়রথ অবশ্য চলছে মুক্তির আগে থেকেই। অগ্রিম টিকিট বিক্রির সময় সিনেমাটি পেছনে ফেলেছিল ‘আরআরআর’কে।
প্রথম কিস্তি ‘কেজিএফ’ মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। ব্যবসায়িকভাবে দুর্দান্ত সফলতা অর্জন করেছিল সিনেমাটি। তারপর থেকেই সিনেমাপ্রেমীরা অপেক্ষায় ছিলেন ‘কেজিএফ-টু’র। শ্যুটিং চলছিল যথারীতি। কিন্তু করোনা মহামারীর প্রকোপে সব থেমে যায়।
চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন কন্নড় অভিনেতা যশ। খল চরিত্রে এবার দেখা গেছে বলিউড অভিনেতা সঞ্জয় দত্তকে। এছাড়াও এতে অভিনয় করেছেন রাভিনা ট্যান্ডন, শ্রীনিধি শেঠী, অনন্ত নাগ, আচ্যূত কুমার প্রমুখ।
হককথা/টিএ