ইউক্রেনে রুশ হামলাকে ‘গণহত্যা’ বলা যায় : ট্রুডো

- প্রকাশের সময় : ০৫:৪৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
- / ১৪৩ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হামলাকে একটি ‘গণহত্যা’ হিসেবে আখ্যায়িত করা একেবারে ‘সঠিক’ ছিল।
এর ফলে মস্কোর হামলার ব্যাপারে এমন পরিভাষা ব্যবহারের ক্ষেত্রে তিনি হলেন দ্বিতীয় বিশ্ব নেতা।
গতকাল বুধবার (১৩ এপ্রিল) কুইবেক প্রদেশে সাংবাদিকদের ট্রুডো বলেন, ‘আমি মনে করি রাশিয়া যা করছে এবং দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যা করেছেন সেক্ষেত্রে গণহত্যা শব্দ ব্যবহার করা একেবারে সঠিক। আর এ শব্দ আরো অনেকে বলছেন ও ব্যবহার করছেন।’
এর আগে গত মঙ্গলবার (১২ এপ্রিল) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনে গণহত্যার অভিযোগ তোলেন পুতিনের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের অনেক কর্মকর্তা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনলেও প্রেসিডেন্ট বাইডেনই এটিকে ‘গণহত্যা’ বলে উল্লেখ করলেন।
আন্তর্জাতিক আইন অনুযায়ী গণহত্যার সংজ্ঞা খুব স্পষ্ট। কোনো দেশের সব অথবা নির্দিষ্ট অঞ্চলের জাতিগত চিহ্ন যদি মুছে ফেলার চেষ্টা হয়, তাহলে তাকে গণহত্যা বলা যেতে পারে। এছাড়াও সাম্প্রদায়িক হত্যা, জনজাতি ধ্বংসের ঘটনাকেও গণহত্যার ব্র্যাকেটে ধরা হয়।
ইউক্রেনে কি রাশিয়া সে কাজ করেছে? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে বাইডেন বলেছিলেন, এর আইনি ব্যাখ্যা আইনজীবীরা দেবেন। তিনি যা দেখছেন, তা-ই বলছেন। -এএফপি
হককথা/এমউএ