নিউইয়র্ক ০৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

৫০০ আফগান কর্মকর্তাকে হত্যা করেছে তালেবান, দাবি নিউইয়র্ক টাইমসের

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:৪৪:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
  • / ৩০ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : ৫০০ আফগান কর্মকর্তাকে হত্যা করেছে তালেবান, দাবি নিউইয়র্ক টাইমসের
ক্ষমতা গ্রহণের পর এখন পর্যন্ত আফগানিস্তানের আশরাফ ঘানি সরকারের ৫০০ কর্মকর্তাকে হত্যা করেছে তালেবান- এক অনুসন্ধানী প্রতিবেদনে এমন দাবি করেছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতায় এসে শুদ্ধিকরণের প্রতিশ্রুতি দিয়েছিল তালেবান। তবে তারা তাদের দেয়া সেই প্রতিশ্রুতি মানেননি। এসব কর্মকর্তার বেশিরভাগকেই অপহরণের পর হত্যা করা হয়েছে।
নিউইয়র্ক টাইমসের দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে এসব কর্মকর্তার প্রাণ নেয়া হয়েছে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন সাবেক সেনার কর্মকর্তাও রয়েছেন।
এসব কর্মকর্তাদের অবস্থানের বিষয়েও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, বাঘলান প্রদেশে ৮৪ জন সাবেক আমলা বা সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। একদা তালিবান বিরোধী মিলিশিয়াদের গড় বলে পরিচিত কান্দাহারে নিরুদ্দেশ অন্তত ১১৪ জন আমলা।
সংবাদমাধ্যমটির দাবি, ক্ষমা করে দেওয়ার অজুহাতে আফগান সেনা ও আশরাফ ঘানি সরকারের আমলাদের ডেকে নিয়ে যাওয়া হয়। তারপর থেকে অনেককে হত্যা করা হয়েছে এবং অনেকে নিখোঁজ রয়েছে।
তবে এমন অভিযোগ মিথ্যা বলে জানিয়েছে তালেবান। আফগানিস্তানের শাসক দলটি জানিয়েছে, তাদের বদনাম করতে এবং ষড়যন্ত্রের অংশ হিসেবে এমন অভিযোগ তোলা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের সেনারা আফগানিস্তান ছাড়ার পর গত বছরের আগস্টে আফগানিস্তানের দখল নেয় তালেবান। সেমসয় দেশ ছেড়ে পালিয়ে যান আশরাফ ঘানি। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন নাগরিকসহ হাজার হাজার নাগরিক দেশ ছেড়ে পালিয়ে যান। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকায় ও কোনো দেশ এখন পর্যন্ত স্বীকৃতি না দেয়ায় ক্ষমতা গ্রহণের পরও নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে তালিবানকে। দেশে দরিদ্র মানুষের সংখ্যাও বাড়ছে।
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

৫০০ আফগান কর্মকর্তাকে হত্যা করেছে তালেবান, দাবি নিউইয়র্ক টাইমসের

প্রকাশের সময় : ০১:৪৪:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ৫০০ আফগান কর্মকর্তাকে হত্যা করেছে তালেবান, দাবি নিউইয়র্ক টাইমসের
ক্ষমতা গ্রহণের পর এখন পর্যন্ত আফগানিস্তানের আশরাফ ঘানি সরকারের ৫০০ কর্মকর্তাকে হত্যা করেছে তালেবান- এক অনুসন্ধানী প্রতিবেদনে এমন দাবি করেছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতায় এসে শুদ্ধিকরণের প্রতিশ্রুতি দিয়েছিল তালেবান। তবে তারা তাদের দেয়া সেই প্রতিশ্রুতি মানেননি। এসব কর্মকর্তার বেশিরভাগকেই অপহরণের পর হত্যা করা হয়েছে।
নিউইয়র্ক টাইমসের দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে এসব কর্মকর্তার প্রাণ নেয়া হয়েছে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন সাবেক সেনার কর্মকর্তাও রয়েছেন।
এসব কর্মকর্তাদের অবস্থানের বিষয়েও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, বাঘলান প্রদেশে ৮৪ জন সাবেক আমলা বা সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। একদা তালিবান বিরোধী মিলিশিয়াদের গড় বলে পরিচিত কান্দাহারে নিরুদ্দেশ অন্তত ১১৪ জন আমলা।
সংবাদমাধ্যমটির দাবি, ক্ষমা করে দেওয়ার অজুহাতে আফগান সেনা ও আশরাফ ঘানি সরকারের আমলাদের ডেকে নিয়ে যাওয়া হয়। তারপর থেকে অনেককে হত্যা করা হয়েছে এবং অনেকে নিখোঁজ রয়েছে।
তবে এমন অভিযোগ মিথ্যা বলে জানিয়েছে তালেবান। আফগানিস্তানের শাসক দলটি জানিয়েছে, তাদের বদনাম করতে এবং ষড়যন্ত্রের অংশ হিসেবে এমন অভিযোগ তোলা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের সেনারা আফগানিস্তান ছাড়ার পর গত বছরের আগস্টে আফগানিস্তানের দখল নেয় তালেবান। সেমসয় দেশ ছেড়ে পালিয়ে যান আশরাফ ঘানি। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন নাগরিকসহ হাজার হাজার নাগরিক দেশ ছেড়ে পালিয়ে যান। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকায় ও কোনো দেশ এখন পর্যন্ত স্বীকৃতি না দেয়ায় ক্ষমতা গ্রহণের পরও নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে তালিবানকে। দেশে দরিদ্র মানুষের সংখ্যাও বাড়ছে।
হককথা/এমউএ