রোনালদোর বদ মেজাজের শিকার ছেলেটি প্রতিবন্ধী

- প্রকাশের সময় : ০৫:৩৮:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
- / ৬১ বার পঠিত
ক্রীড়া ডেস্ক : মেজাজ হারানোর কারণে প্রায়ই খবরের শিরোনাম হন ক্রিস্টিয়ানো রোনালদো। কখনো প্রতিপক্ষের গালে চড় মেরে, কখনো রেফারির সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে, আবার কখনো সাংবাদিকের মাইক্রোফোন ছুঁড়ে ফেলে সমালোচনায় বিদ্ধ হন পর্তুগিজ সুপারস্টার। এবার ম্যাচ মেজাজ হারিয়ে বেশিই সমালোচিত হচ্ছেন রন। হবেনই বা না কেনো, রোনালদোর বদমেজাজের শিকার যে এক প্রতিবন্ধী কিশোর!
গত ৯ই এপ্রিল এভারটনের মাঠে ১-০ গোলে হারে ম্যানচেস্টার ইউনাইটেড। দলের দুর্দিনে ছন্দে ছিলেন না ক্রিস্টিয়ানো রোনালদোও। ম্যাচশেষে টানেলে ফেরার সময় ভিডিও রেকর্ড করা এক কিশোরের মুঠোফোন মাটিতে আছাড় মারেন রোনালদো।
১৪ বছর বয়সী জ্যাক হার্ডিং প্রতিবন্ধী বলে জানিয়েছেন তার মা। তার দাবি, রোনালদো মোবাইল আছাড় মারার সময় হার্ডিংয়ের হাতেও আঘাত করেন তিনি।
এই ঘটনায় মানসিকভাবে আঘাত পেয়েছেন জ্যাক। প্রতিবন্ধী সেই কিশোরের মা বলেন, ‘আমি কাঁদছিলাম।
ছেলেও মানসিকভাবে প্রচণ্ড আঘাত পেয়েছে। বাসায় আসার আগ পর্যন্ত ঘটনাটা হজম করতে তার কষ্ট হয়েছে। এতটাই মন খারাপ যে আবারো ফুটবল ম্যাচ দেখতে যাওয়ার ভাবনাটা মাথা থেকে ঝেড়ে ফেলেছে। এটা ছিল তার প্রথম ফুটবল ম্যাচ দেখান দিন। আর সেদিনই এমন কিছু ঘটলো। অথচ শেষ কয়েক সেকেন্ড বাদে দিনটা আমাদের দারুণ কেটেছে।’
ঘটনার বর্ণনা দিয়ে সারা বলেন, ‘ম্যাচশেষে ইউনাইটেডের খেলোয়াড়েরা ড্রেসিংরুমে ফিরছিলেন। আমরা পার্ক এন্ডে বসেছিলাম। খেলোয়াড়েরা টানেল দিয়ে যাওয়ার সময় ভিডিও করছিল আমার ছেলে। ইউনাইটেডের সব খেলোয়াড়কেই ভিডিও করেছে। রোনালদো মোজাটা নামিয়ে নেয়ার সময় সে ফোন নিচু করে। কারণ, তা পা দিয়ে রক্ত পড়ছিল (ম্যাচে চোট পান রোনালদো)। ফোন নিচু করে ভিডিও করা ছাড়া সে কোনো কথা বলেনি।’
জ্যাক হার্ডিং এভারটনের ভক্ত হলেও রোনালদো তার পছন্দের খেলোয়াড় বলে জানান সারা। তিনি বলেন, ‘রোনালদো এভারটনের খেলোয়াড় না হতে পারে। কিন্তু অনেক বড় খেলোয়াড় সে। তাকে ওখানে (গুডিসন পার্ক) দেখা যাবে ভেবে রোমাঞ্চিত ছিল আমার ছেলে। সে (রোনালদো) একজন আইকন। জ্যাক যদি তার মুখের সামনে গিয়ে কিছু করতো, তা হলে বুঝতাম। কিন্তু সে তো তেমন কিছু করেনি। ফোন নিচু করে তার চোটের ভিডিও করেছে। প্রতিবন্ধী একটা ছেলে একজন ফুটবল খেলোয়াড়ের লাঞ্ছনার শিকার।’
হককথা/এমউএ