নিউইয়র্ক ০৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

লেভানডফস্কি এবার বার্সেলোনায়

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৪:০৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
  • / ৯৮ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : বায়ার্ন মিউনিখ ও পোল্যান্ডের স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কিকে এবার বার্সেলোনার জার্সি গায়ে মাঠে নামতে দেখা যাবে। এটি কোনো কল্পনা নয়। বাস্তবে ঘটতে যাচ্ছে। এমনটা সম্ভব নাও হতে পারে যদি পোল্যান্ডের সংবাদপত্র ‘ইন্টেরিয়া স্পোর্ট’র দাবি মিথ্যে হয়।
সংবাদপত্রটি দাবি করছে, বার্সেলোনার সাথে তার তিন বছরের চুক্তি প্রায় পাকা হয়ে গিয়েছে। গ্রীষ্মকালীন দলবদলের সময়ে জার্মানি ছেড়ে স্পেনের ক্লাবে যোগ দিতে চলেছেন লেভানডফস্কি।
জানা গেছে, লিভারপুল, প্যারিস সঁ জঁ, ম্যাঞ্চেস্টার সিটির মতো বড় ক্লাব লেভানডফস্কিকে নেওয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছিল। কিন্তু এই সময় বার্সায় স্ট্রাইকারের অভাব থাকায় সেখানেই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন লেভানডফস্কি।
এদিকে, ২০২৩ সালের জুন মাসে বায়ার্ন মিউনিখের সাথে লেভানডফস্কির চুক্তি শেষ হবে। ৩৩ বছর বয়সী লেভানডফস্কির চুক্তি নবায়ন করতে চাইছে বায়ার্ন। কিন্তু লেভানডফস্কি এতে রাজি হচ্ছেন না। তাঁর এজেন্ট পিনি জাহাবি অন্য ক্লাবের সঙ্গে কথা বলছেন।
পোল্যান্ডের অন্য সংবাদমাধ্যমগুলোও এই খবরকে সমর্থন করছে। তারা বলছে, পোলিশ অধিনায়কের কাছের মানুষেরাই বলছেন, বার্সেলোনার সঙ্গে তিন বছরের চুক্তি পাকা করে ফেলেছেন তিনি।
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

লেভানডফস্কি এবার বার্সেলোনায়

প্রকাশের সময় : ০৪:০৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২

ক্রীড়া ডেস্ক : বায়ার্ন মিউনিখ ও পোল্যান্ডের স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কিকে এবার বার্সেলোনার জার্সি গায়ে মাঠে নামতে দেখা যাবে। এটি কোনো কল্পনা নয়। বাস্তবে ঘটতে যাচ্ছে। এমনটা সম্ভব নাও হতে পারে যদি পোল্যান্ডের সংবাদপত্র ‘ইন্টেরিয়া স্পোর্ট’র দাবি মিথ্যে হয়।
সংবাদপত্রটি দাবি করছে, বার্সেলোনার সাথে তার তিন বছরের চুক্তি প্রায় পাকা হয়ে গিয়েছে। গ্রীষ্মকালীন দলবদলের সময়ে জার্মানি ছেড়ে স্পেনের ক্লাবে যোগ দিতে চলেছেন লেভানডফস্কি।
জানা গেছে, লিভারপুল, প্যারিস সঁ জঁ, ম্যাঞ্চেস্টার সিটির মতো বড় ক্লাব লেভানডফস্কিকে নেওয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছিল। কিন্তু এই সময় বার্সায় স্ট্রাইকারের অভাব থাকায় সেখানেই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন লেভানডফস্কি।
এদিকে, ২০২৩ সালের জুন মাসে বায়ার্ন মিউনিখের সাথে লেভানডফস্কির চুক্তি শেষ হবে। ৩৩ বছর বয়সী লেভানডফস্কির চুক্তি নবায়ন করতে চাইছে বায়ার্ন। কিন্তু লেভানডফস্কি এতে রাজি হচ্ছেন না। তাঁর এজেন্ট পিনি জাহাবি অন্য ক্লাবের সঙ্গে কথা বলছেন।
পোল্যান্ডের অন্য সংবাদমাধ্যমগুলোও এই খবরকে সমর্থন করছে। তারা বলছে, পোলিশ অধিনায়কের কাছের মানুষেরাই বলছেন, বার্সেলোনার সঙ্গে তিন বছরের চুক্তি পাকা করে ফেলেছেন তিনি।
হককথা/এমউএ