নিউইয়র্ক ০৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় জয়ী ম্যাক্রোঁ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:২১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
  • / ৬৪ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্বে ক্ষমতাসীন ইমানুয়েল ম্যাক্রোঁ জয় পেয়েছেন। তবে নির্বাচনের প্রথম পর্বে কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পাওয়ায় আগামী ২৪ এপ্রিল দ্বিতীয় দফায় বা রান-অফে গড়াচ্ছে নির্বাচন। ওই বর্তমান প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ও তার প্রতিদ্বন্দ্বী ডানপন্থী প্রার্থী মেরিন লে পেনের ভাগ্য নির্ধারণ হবে।
প্রথম রাউন্ডে কোনো একক প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থীকে নিয়ে দুই সপ্তাহ পর আরেকটি ভোট হবে। সেটিতে জয়ী প্রার্থীই হবেন ফ্রান্সের পরবর্তী প্রেসিডেন্ট।
গতকাল রবিবার (১০ এপ্রিল) অনুষ্ঠিত প্রথম পর্বের নির্বাচনে এ দুই প্রার্থী দ্বিতীয় পর্বের ভোটে প্রতিদ্বন্দ্বীতার জন্য মনোনীত হয়েছেন।
৯৭ শতাংশ ভোট গণনার পর দেখা গেছে, ম্যাক্রোঁ ২৭ দশমিক ৩৫ শতাংশ, লে পেন ২৩ দশমিক ৯৭ শতাংশ ও অপর প্রতিদ্বন্দ্বী জা লুক মিনশঁ ২১ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছেন।
প্রথম দফায় জয়ের পর উল্লসিত সমর্থকদের উদ্দেশে ম্যাক্রোঁ বলেছেন, কোনো ভুল করা যাবে না, এখনো কিছুই নির্ধারিত হয়নি।
অপরদিকে ম্যাক্রোঁবিরোধী প্রত্যেক ভোটারকে লে পেন তার পক্ষে যোগ দেওয়ার ও ফ্রান্সকে স্বমহিমায় ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন।
ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম পর্বে ডান-বাম ও মধ্যপন্থি মিলিয়ে ১২ জন প্রার্থী অংশ নেন। কিন্তু এদের মধ্যে মাত্র তিনজন প্রার্থীই ১০ শতাংশের বেশি ভোট পেয়ছেন।
গত দুই দশকে কোনো ফরাসি প্রেসিডেন্ট দ্বিতীয় মেয়াদে জয়ী হতে পারেননি। ম্যাক্রোঁ এ ইতিহাস ভেঙে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হবেন, এক মাস আগেও এ ধারণা অক্ষুণ্ণ ছিল ফ্রান্সে। শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি, দুর্বল বিরোধী দল ও ইউক্রেনের যুদ্ধ থামাতে ভূমিকা রাখায় প্রশংসিত হয়েছেন তিনি।
ম্যাক্রোঁর জন্য এবারো লে পেন প্রধান চ্যালেঞ্জ। ২০১৭ সালের নির্বাচনে ম্যাক্রোঁর সাথে রান-অফে ছিলেন লে পেন। সেবার অল্প ব্যবধানে জয় পান ম্যাক্রোঁ। -বিবিসি
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় জয়ী ম্যাক্রোঁ

প্রকাশের সময় : ০১:২১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্বে ক্ষমতাসীন ইমানুয়েল ম্যাক্রোঁ জয় পেয়েছেন। তবে নির্বাচনের প্রথম পর্বে কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পাওয়ায় আগামী ২৪ এপ্রিল দ্বিতীয় দফায় বা রান-অফে গড়াচ্ছে নির্বাচন। ওই বর্তমান প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ও তার প্রতিদ্বন্দ্বী ডানপন্থী প্রার্থী মেরিন লে পেনের ভাগ্য নির্ধারণ হবে।
প্রথম রাউন্ডে কোনো একক প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থীকে নিয়ে দুই সপ্তাহ পর আরেকটি ভোট হবে। সেটিতে জয়ী প্রার্থীই হবেন ফ্রান্সের পরবর্তী প্রেসিডেন্ট।
গতকাল রবিবার (১০ এপ্রিল) অনুষ্ঠিত প্রথম পর্বের নির্বাচনে এ দুই প্রার্থী দ্বিতীয় পর্বের ভোটে প্রতিদ্বন্দ্বীতার জন্য মনোনীত হয়েছেন।
৯৭ শতাংশ ভোট গণনার পর দেখা গেছে, ম্যাক্রোঁ ২৭ দশমিক ৩৫ শতাংশ, লে পেন ২৩ দশমিক ৯৭ শতাংশ ও অপর প্রতিদ্বন্দ্বী জা লুক মিনশঁ ২১ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছেন।
প্রথম দফায় জয়ের পর উল্লসিত সমর্থকদের উদ্দেশে ম্যাক্রোঁ বলেছেন, কোনো ভুল করা যাবে না, এখনো কিছুই নির্ধারিত হয়নি।
অপরদিকে ম্যাক্রোঁবিরোধী প্রত্যেক ভোটারকে লে পেন তার পক্ষে যোগ দেওয়ার ও ফ্রান্সকে স্বমহিমায় ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন।
ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম পর্বে ডান-বাম ও মধ্যপন্থি মিলিয়ে ১২ জন প্রার্থী অংশ নেন। কিন্তু এদের মধ্যে মাত্র তিনজন প্রার্থীই ১০ শতাংশের বেশি ভোট পেয়ছেন।
গত দুই দশকে কোনো ফরাসি প্রেসিডেন্ট দ্বিতীয় মেয়াদে জয়ী হতে পারেননি। ম্যাক্রোঁ এ ইতিহাস ভেঙে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হবেন, এক মাস আগেও এ ধারণা অক্ষুণ্ণ ছিল ফ্রান্সে। শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি, দুর্বল বিরোধী দল ও ইউক্রেনের যুদ্ধ থামাতে ভূমিকা রাখায় প্রশংসিত হয়েছেন তিনি।
ম্যাক্রোঁর জন্য এবারো লে পেন প্রধান চ্যালেঞ্জ। ২০১৭ সালের নির্বাচনে ম্যাক্রোঁর সাথে রান-অফে ছিলেন লে পেন। সেবার অল্প ব্যবধানে জয় পান ম্যাক্রোঁ। -বিবিসি
হককথা/এমউএ