নিউইয়র্ক ০৬:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

লন্ডনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৪:০৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২
  • / ৭৭ বার পঠিত

হককথা ডেস্ক : যুক্তরাজ্যের লন্ডনে সড়ক দুর্ঘটনায় নাদভী তালহা বিন আহমেদ (১৯) নামে এক বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী নিহত হয়েছেন। তার গ্রামের বাড়ি সিলেট শহরের চৌকিদেকি এলাকায়। তিনি পরিবারের সাথে লন্ডনে থাকতেন।
গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) স্থানীয় সময় রাত ১টা ৫০ মিনিটের দিকে লন্ডন রোডে এসেক্সের এ টুয়েন্টি ওয়ান মোটরওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাংলাদেশিদের সূত্রে জানা যায়, বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটে। বায়তুল আমান মসজিদ থেকে তারাবি নামাজ পড়ে বন্ধুরা মিলে গাড়ি নিয়ে এসেক্সের দিকে যাচ্ছিলেন। বেপরোয়া গতির কারণে তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে।
নাদভি গাড়ির পেছনের সিটে তিনজনের মাঝখানে বসেছিলেন। দুর্ঘটনায় তিনি ছিঁটকে সামনে ড্যাশবোর্ডে আঘাত পান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গাড়িতে থাকা বাকি চারজন প্রাণে বেঁচে গেলেও মারাত্মক আহত হয়েছেন। এই চারজনই বেথনালগ্রিনের বাসিন্দা।
নাদভী ইলফোর্ডের আন নকলাহ ইনস্টিটিউটে চার বছরের ইসলামিক স্টাডিজ কোর্স সম্পন্ন করেছেন। ঘটনার সময় নাদভীর বাবা ইকরাম আহমেদ বাবলু ও মা বাংলাদেশে ছিলেন।
শিক্ষার্থী নাদভীর অকাল মৃত্যুতে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

লন্ডনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত

প্রকাশের সময় : ০৪:০৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২

হককথা ডেস্ক : যুক্তরাজ্যের লন্ডনে সড়ক দুর্ঘটনায় নাদভী তালহা বিন আহমেদ (১৯) নামে এক বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী নিহত হয়েছেন। তার গ্রামের বাড়ি সিলেট শহরের চৌকিদেকি এলাকায়। তিনি পরিবারের সাথে লন্ডনে থাকতেন।
গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) স্থানীয় সময় রাত ১টা ৫০ মিনিটের দিকে লন্ডন রোডে এসেক্সের এ টুয়েন্টি ওয়ান মোটরওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাংলাদেশিদের সূত্রে জানা যায়, বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটে। বায়তুল আমান মসজিদ থেকে তারাবি নামাজ পড়ে বন্ধুরা মিলে গাড়ি নিয়ে এসেক্সের দিকে যাচ্ছিলেন। বেপরোয়া গতির কারণে তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে।
নাদভি গাড়ির পেছনের সিটে তিনজনের মাঝখানে বসেছিলেন। দুর্ঘটনায় তিনি ছিঁটকে সামনে ড্যাশবোর্ডে আঘাত পান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গাড়িতে থাকা বাকি চারজন প্রাণে বেঁচে গেলেও মারাত্মক আহত হয়েছেন। এই চারজনই বেথনালগ্রিনের বাসিন্দা।
নাদভী ইলফোর্ডের আন নকলাহ ইনস্টিটিউটে চার বছরের ইসলামিক স্টাডিজ কোর্স সম্পন্ন করেছেন। ঘটনার সময় নাদভীর বাবা ইকরাম আহমেদ বাবলু ও মা বাংলাদেশে ছিলেন।
শিক্ষার্থী নাদভীর অকাল মৃত্যুতে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
হককথা/এমউএ