নিউইয়র্ক ০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

দৃষ্টি ঘোরালেই এ রকম ঘটনা আরো ঘটবে : জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৯:৩৫:৪২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০১৫
  • / ৫৭৯ বার পঠিত

নিউইয়র্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলা বর্ষবরণ উৎসবে নারীদের লাঞ্ছিত করার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশের বিশিষ্টজনেরা তাদের প্রতিক্রিয়ায় বলেছেন, একাত্তরে স্বাধীনতাবিরোধী শক্তি পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে না পারলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে। যাদের দায়িত্বে অবহেলায় এ ন্যাক্কারজনক ঘটনা প্রতিহত করা যায়নি তাদেরও শাস্তি দাবি করেন বিশিষ্টজনেরা। বাংলা কবিতার প্রাণপুরুষ ও জীবন্ত কিংবদন্তী কবি শহীদ কাদরী, একুশে পদকপ্রাপ্ত নাট্য ব্যক্তিত্ব জামাল উদ্দিন হোসেন, বিশিষ্ট বিজ্ঞানী, নিউজার্সির প্লেইন্সবরোর কাউন্সিলম্যান ও একাত্তরের রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা ড. নূরন নবী এবং সাংবাদিক-কলামিস্ট হাসান ফেরদৌস এসব প্রতিক্রিয়া জানান।
কবি শহীদ কাদরী: বাংলা কবিতার প্রাণপুরুষ ও জীবন্ত কিংবদন্তী কবি শহীদ কাদরী বলেন, এ ধরনের আক্রমণ অপ্রত্যাশিত নয়। ধরেই নিয়েছি যারা স্বাধীনতাও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, যারা চায়নি বাংলাদেশ স্বাধীন হোক, তারাই এ ধরনের আক্রমণ করেছে। তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন হোক এটা কিন্তু সবায় চায়নি। তারাই এখন বাংলাদেশকে ধর্মান্ধ রাষ্ট্রে রূপান্তরের চেষ্টা করছে। তারা ধর্মনিরপেক্ষ শক্তিকে প্রতিহত করার চেষ্টা করছে। এ ধরনের ঘৃণ্য আক্রমণের মাধ্যমে তারা প্রমাণ করার চেষ্টা করছে যে সরকার সামাজিক, রাজনৈতিক, প্রতিরক্ষা, প্রগতিশীল ও নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। এমনকি ধর্মনিরপেক্ষতা রাষ্ট্রের জন্য ক্ষতি এবং সাধারণ মানুষকে তা স্বস্তি ও নিরাপত্তা দিতে পারছে না তা প্রমাণেরও চেষ্টা চালাচ্ছে।
কবি শহীদ কাদরী আরো বলেন, টিএসসিতে নারীদের ওপর আক্রমণের ঘটনা পরিকল্পিত। যারা এ আক্রমণ চালিয়েছে তারা অসাম্প্রদায়িক উৎসবগুলোতে আরো আক্রমণ চালাতে পারে। এজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। একমুহুর্তের জন্য তাদের শিথিল হলে চলবে না। দৃষ্টি ঘোরালেই এরকম ঘটনা আরো ঘটতে পারে। আইনশৃঙ্খলা বাহিনীর শিথিলতায় অভিজিত ও বাবু হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে মনে করেন কবি শহীদ কাদরী।
জামাল উদ্দিন হোসেন: একুশে পদকপ্রাপ্ত নাট্য ব্যক্তিত্ব জামাল উদ্দিন হোসেন টিএসসি এলাকায় নারীদের ওপর আক্রমণকে অত্যন্ত দুঃখজনক মন্তব্য করে বলেন, যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করার পর প্রশাসন ভয়ঙ্কর কিছু ঘটার আশঙ্কা করেছিল। কিন্তু সৌভাগ্যক্রমে সেরকম কিছু ঘটেনি। তবে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। সংঘবদ্ধ চক্র সুযোগ বুঝে এ ধরনের অপকর্ম করেছে। তিনি বলেন, সিসি টিভি ক্যামেরায় অপরাধীদের দেখা গেছে। সরকার এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেবে আশা প্রকাশ করে জামাল উদ্দিন হোসেন বলেন, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এ ধরনের ঘটনা প্রতিহত করতে হবে। সরকারকে বেকায়দার ফেলতেও সংঘবন্ধ চক্র এ ঘটনা ঘটাতে পারে বলে আশঙ্কা করেন জামাল উদ্দিন হোসেন।
ড. নূরন নবী: বিশিষ্ট বিজ্ঞানী, নিউজার্সির প্লেইন্সবরোর কাউন্সিলম্যান ও একাত্তরের রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা ড. নূরন নবী বলেন, যে ঘটনা ঘটেছে অর্থাৎ মা-বোনদের যেভাবে লাঞ্ছিত করা হয়েছে তা মানবতাবিরোধী কাজ। একাত্তরের মানবতাবিরোধীদের যেভাবে দৃষ্টান্তর্মলক শাস্তি দেয়া হয়েছে একইভাবে এ ঘটনায় জড়িতদের শাস্তি দেয়া উচিত। তিনি বলেন, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে না পারলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে। ড. নূরন নবী বলেন, বাংলাদেশে নারীর ক্ষমতায়ন নিয়ে বিশ্বে আলোচনা হয়। যে দেশে প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলের নেতা ও সংসদ উপনেতা নারী সে দেশে দুই ঘণ্টা ধরে নারীদের লাঞ্ছিত করা হয়েছে। এ ঘটনা জানার পরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কম্পিউটারে গেম খেলছিলেন। যাদের দায়িত্বে অবহেলায় এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তাদেরও কঠোর শাস্তি দেয়ার দাবি জানান ড. নূরন নবী।
হাসান ফেরদৌস: সাংবাদিক ও কলামিস্ট হাসান ফেরদৌস ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলা বর্ষবরণ উৎসবের দিন যা ঘটেছে তা গ্লানির এবং প্রবল বেদনার উল্লেখ করে বলেন, ‘সবচেয়ে দুঃখজনক, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরবতা ও দায়িত্বহীনতায় বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রমাণিত হয় পরবর্তী প্রজন্মকে আমরা শিক্ষিত করতে পারিনি, তাদের মুক্তিযুদ্ধের মূল্যবোধে দীক্ষা দিতে পারিনি।’(দৈনিক ইত্তেফাক)

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

দৃষ্টি ঘোরালেই এ রকম ঘটনা আরো ঘটবে : জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

প্রকাশের সময় : ০৯:৩৫:৪২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০১৫

নিউইয়র্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলা বর্ষবরণ উৎসবে নারীদের লাঞ্ছিত করার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশের বিশিষ্টজনেরা তাদের প্রতিক্রিয়ায় বলেছেন, একাত্তরে স্বাধীনতাবিরোধী শক্তি পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে না পারলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে। যাদের দায়িত্বে অবহেলায় এ ন্যাক্কারজনক ঘটনা প্রতিহত করা যায়নি তাদেরও শাস্তি দাবি করেন বিশিষ্টজনেরা। বাংলা কবিতার প্রাণপুরুষ ও জীবন্ত কিংবদন্তী কবি শহীদ কাদরী, একুশে পদকপ্রাপ্ত নাট্য ব্যক্তিত্ব জামাল উদ্দিন হোসেন, বিশিষ্ট বিজ্ঞানী, নিউজার্সির প্লেইন্সবরোর কাউন্সিলম্যান ও একাত্তরের রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা ড. নূরন নবী এবং সাংবাদিক-কলামিস্ট হাসান ফেরদৌস এসব প্রতিক্রিয়া জানান।
কবি শহীদ কাদরী: বাংলা কবিতার প্রাণপুরুষ ও জীবন্ত কিংবদন্তী কবি শহীদ কাদরী বলেন, এ ধরনের আক্রমণ অপ্রত্যাশিত নয়। ধরেই নিয়েছি যারা স্বাধীনতাও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, যারা চায়নি বাংলাদেশ স্বাধীন হোক, তারাই এ ধরনের আক্রমণ করেছে। তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন হোক এটা কিন্তু সবায় চায়নি। তারাই এখন বাংলাদেশকে ধর্মান্ধ রাষ্ট্রে রূপান্তরের চেষ্টা করছে। তারা ধর্মনিরপেক্ষ শক্তিকে প্রতিহত করার চেষ্টা করছে। এ ধরনের ঘৃণ্য আক্রমণের মাধ্যমে তারা প্রমাণ করার চেষ্টা করছে যে সরকার সামাজিক, রাজনৈতিক, প্রতিরক্ষা, প্রগতিশীল ও নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। এমনকি ধর্মনিরপেক্ষতা রাষ্ট্রের জন্য ক্ষতি এবং সাধারণ মানুষকে তা স্বস্তি ও নিরাপত্তা দিতে পারছে না তা প্রমাণেরও চেষ্টা চালাচ্ছে।
কবি শহীদ কাদরী আরো বলেন, টিএসসিতে নারীদের ওপর আক্রমণের ঘটনা পরিকল্পিত। যারা এ আক্রমণ চালিয়েছে তারা অসাম্প্রদায়িক উৎসবগুলোতে আরো আক্রমণ চালাতে পারে। এজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। একমুহুর্তের জন্য তাদের শিথিল হলে চলবে না। দৃষ্টি ঘোরালেই এরকম ঘটনা আরো ঘটতে পারে। আইনশৃঙ্খলা বাহিনীর শিথিলতায় অভিজিত ও বাবু হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে মনে করেন কবি শহীদ কাদরী।
জামাল উদ্দিন হোসেন: একুশে পদকপ্রাপ্ত নাট্য ব্যক্তিত্ব জামাল উদ্দিন হোসেন টিএসসি এলাকায় নারীদের ওপর আক্রমণকে অত্যন্ত দুঃখজনক মন্তব্য করে বলেন, যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করার পর প্রশাসন ভয়ঙ্কর কিছু ঘটার আশঙ্কা করেছিল। কিন্তু সৌভাগ্যক্রমে সেরকম কিছু ঘটেনি। তবে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। সংঘবদ্ধ চক্র সুযোগ বুঝে এ ধরনের অপকর্ম করেছে। তিনি বলেন, সিসি টিভি ক্যামেরায় অপরাধীদের দেখা গেছে। সরকার এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেবে আশা প্রকাশ করে জামাল উদ্দিন হোসেন বলেন, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এ ধরনের ঘটনা প্রতিহত করতে হবে। সরকারকে বেকায়দার ফেলতেও সংঘবন্ধ চক্র এ ঘটনা ঘটাতে পারে বলে আশঙ্কা করেন জামাল উদ্দিন হোসেন।
ড. নূরন নবী: বিশিষ্ট বিজ্ঞানী, নিউজার্সির প্লেইন্সবরোর কাউন্সিলম্যান ও একাত্তরের রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা ড. নূরন নবী বলেন, যে ঘটনা ঘটেছে অর্থাৎ মা-বোনদের যেভাবে লাঞ্ছিত করা হয়েছে তা মানবতাবিরোধী কাজ। একাত্তরের মানবতাবিরোধীদের যেভাবে দৃষ্টান্তর্মলক শাস্তি দেয়া হয়েছে একইভাবে এ ঘটনায় জড়িতদের শাস্তি দেয়া উচিত। তিনি বলেন, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে না পারলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে। ড. নূরন নবী বলেন, বাংলাদেশে নারীর ক্ষমতায়ন নিয়ে বিশ্বে আলোচনা হয়। যে দেশে প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলের নেতা ও সংসদ উপনেতা নারী সে দেশে দুই ঘণ্টা ধরে নারীদের লাঞ্ছিত করা হয়েছে। এ ঘটনা জানার পরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কম্পিউটারে গেম খেলছিলেন। যাদের দায়িত্বে অবহেলায় এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তাদেরও কঠোর শাস্তি দেয়ার দাবি জানান ড. নূরন নবী।
হাসান ফেরদৌস: সাংবাদিক ও কলামিস্ট হাসান ফেরদৌস ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলা বর্ষবরণ উৎসবের দিন যা ঘটেছে তা গ্লানির এবং প্রবল বেদনার উল্লেখ করে বলেন, ‘সবচেয়ে দুঃখজনক, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরবতা ও দায়িত্বহীনতায় বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রমাণিত হয় পরবর্তী প্রজন্মকে আমরা শিক্ষিত করতে পারিনি, তাদের মুক্তিযুদ্ধের মূল্যবোধে দীক্ষা দিতে পারিনি।’(দৈনিক ইত্তেফাক)