বিদেশি ষড়যন্ত্র প্রত্যাখ্যান হয়েছে, বললেন ইমরান

- প্রকাশের সময় : ০৪:২৬:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
- / ৪৯ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : সরকার পরিবর্তনের চেষ্টা এবং বিদেশি ষড়যন্ত্র প্রত্যাখ্যান হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। রোববার অনাস্থা প্রস্তাব খারিজ হওয়ার পর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি।
দেশটির জনগণকে অভিনন্দন জানিয়ে ইমরান খান বলেন, সরকার পরিবর্তনের চেষ্টা এবং বিদেশি ষড়যন্ত্রকে প্রত্যাখ্যান করেছেন ডেপুটি স্পিকার।
তিনি আরও বলেন, জাতির সামনে ‘রাষ্ট্রদ্রোহিতা’করা হচ্ছে। আমি বলতে চাই, চিন্তা করবেন না। ঈশ্বর পাকিস্তানের উপর নজর রাখছেন।
তিনি বলেন, তিনি প্রেসিডেন্টকে চিঠি লিখে পরিষদ ভেঙে দেয়ার পরামর্শ দিয়ে বলেছেন, ডেমোক্রেটদের জনগণের কাছে যাওয়া উচিত এবং নির্বাচন করা উচিত যাতে জনগণ সিদ্ধান্ত নিতে পারে যে তারা কাকে চায়।
ইমরান বলেন, আইনপ্রণেতাদের ভোট ‘কিনতে’ যে ‘কোটি কোটি টাকা’ব্যয় করা হয়েছে, তা অপচয় করা হবে এবং যারা টাকা নিয়েছেন তাদের এতিমখানা ও দরিদ্রদের জন্য দান করার পরামর্শ দিয়েছেন।
তিনি বলেন, নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। দেশের ভবিষ্যৎ কী হবে, তা কোনও দুর্নীতিগ্রস্ত শক্তিই ঠিক করবে না। যখন বিধানসভাগুলো ভেঙে দেয়া হবে, তখন পরবর্তী নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রক্রিয়া শুরু হবে বলেও জানান ইমরান।
হককথা/এমউএ