মামুন’স টিউটোরিয়ালের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা
- প্রকাশের সময় : ০৯:০৮:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০১৫
- / ৮৪৯ বার পঠিত
নিউইয়র্ক: স্পেশালাইজড হাইস্কুলে ভর্তির সুযোগ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধিত করলো নিউইয়র্কের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মামুন’স টিউটোরিয়াল। শিক্ষার্থীদের সাফল্যে তাদের পাশাপাশি আলোকিত হয়ে উঠলো অতিথি আর অভিভাবকদের মুখমন্ডল। প্রাণচাঞ্চল্যে ভরে উঠলো অনুষ্ঠানস্থল। আগামী দিনের আশার আলো দেখলেন উপস্থিত সকলে।
মামুন টিউটোরিয়ালের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান উপলক্ষে গত ৯ এপ্রিল বৃহস্পতিবার রাত ৮টায় ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে বর্ণাঢ্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান। বিশেষ অতিথি ছিলেন নিউজার্সীর প্লে¬ইনবরো টাউনশিপ-এর কাউন্সিলর বিশিষ্ট মুক্তিযোদ্ধা, লেখক ও বিজ্ঞানী ড. নুরুন্নবী ও ড. জিনাত নবী। অনুষ্ঠানে আরও অতিথি ছিলেন লেহম্যান কলেজের অধ্যাপক ড. মিং, ব্যান্ডস-এর সভাপতি আব্দুস শহীদ ও জেনারেল সেক্রেটারী মোঃ সোলায়মান আলী এবং কৃষিবিদ আব্দস সবুর।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মোহাম্মদ আব্দুল হামিদ। এরপর স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আয়োজক এবং মামুন’স টিউটোরিয়ালের কর্ণধার শেখ আল মামুন ও ড. নাহিদ খান।
এসময় তিনি অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান এবং মামুন’স টিউটোরিয়াল থেকে প্রস্তুতি নিয়ে স্পেশালাইজড স্কুলে ভর্তির সুযোগ পেয়েছে তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এছাড়া ভবিষ্যতে যে কোন সহযোগিতার জন্য শিক্ষার্থীদেরকে তার সাথে যোগাযোগ করতে অনুরোধ করেন। তিনি বরাবরের মতো এবারও বাংলাদেশী কমিউনিটির শিক্ষার্থীদের উচ্চশিক্ষাসহ শিক্ষা বিস্তারে নিজের সহযোগিতার হাত প্রসারিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্পেশালাইজড স্কুলে ভর্তির সুযোগ পাওয়া ছাত্র-ছাত্রীদের পক্ষে মোঃ ইসলাম, ইমতিয়াজ উদ্দিন, ফিজা ফজিলাতুন, ক্যাথরিন সানচেজ এবং পৃথিবী বিখ্যাত ইউনিভার্সিটি এমআইটিতে ভর্তির দুর্লভ সুযোগপ্রাপ্ত রাফিদ মোল্লা তাদের অনুভূতির কথা ব্যক্ত করে। তারা বলেন, কঠোর অনুশীলন, অধ্যবসায়, মামুন স্যারের নিবিড় পরিচর্যা, দিকনির্দেশনা, পরামর্শ সঠিকভাবে পালন করার কারণে এত ভাল ফলাফল করতে পেরেছে বলে তারা আনন্দিত।
এরপর অভিভাবকদের পক্ষ থেকে সৈয়দ মিজানুর রহমান তার বক্তব্যে বলেন, মামুন’স টিউটোরিয়াল থেকে শিক্ষা নিয়ে তাদের সন্তানরা যে ভাল ফলাফল পেয়েছে তার সবটুকুই সম্ভব হয়েছে প্রতিষ্ঠানের কর্ণধার শেখ আল মামুনের ত্যাগ, কমিউনিটি সার্ভিস, কঠোর পরিশ্রম, অত্যাধুনিক লেখাপড়ার পদ্ধতি ও নিয়মানুবর্তিতার জন্য। শুরু থেকে আজঅব্দি আধুনিক ও সময়োপযোগী শিক্ষার মাধ্যমে দিন দিন মামুন’স টিউটোরিয়াল সাফল্যের শিখরে উন্নীত হয়েছে। মামুুন’স টিউটোরিয়ালে শিক্ষা গ্রহণ করে অনেক স্টুডেন্ট আজ যুক্তরাষ্ট্রের বিভিন্ন নামীদামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে। যারা আগামী দিনে বাঙালী জাতি হিসাবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের নেতৃত্ব দিবে। বিভিন্ন প্রতিষ্ঠানে যুক্ত হয়ে বাঙালী কমিউনিটিকে বিশ্ব দরবারে আরও সুপ্রতিষ্ঠিত করবে। ব্রঙ্কসের গন্ডি পেরিয়ে মামুন’স টিউটোরিয়াল আজ জ্যাকসন হাইটসেও ভাল ফলাফলের মাধ্যমে প্রতিষ্ঠা অর্জন করেছে।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস-এর সাবেক সাধারণ সম্পাদক এ ইসলাম মামুন, ইমরান শাহ রন প্রমুখ। বক্তারা তাঁদের বক্তব্যে বাঙালী কমিউনিটির শিক্ষার প্রসারে মামুন’স টিউটোরিয়ালের সেবা ও প্রতিষ্ঠানের কর্ণধার শেখ আল মামুনের ত্যাগ, নিরলস পরিশম, কমিউনিটির প্রতি দায়বদ্ধতার প্রশংসা করেন। ভবিষ্যত বাঙালী প্রজন্মের শিক্ষা প্রসারে মামুন’স টিউটোরিয়াল যেন সবসময় এরূপভাবে উৎকর্ষতা অর্জন করতে পারে তার জন্য কমিউনিটির জনগণকে মামুন’স টিউটোরিয়ালকে সহযোগিতা করার উদাত্ব আহ্বান জানান। তাঁরা মামুন’স টিউটোরিয়ালের সাফল্যের উচ্ছ্বসিত প্রশংসা করেন এবং শেখ মামুনের দীর্ঘায়ু কামনা করেন।
কনসাল জেনারেল শামীম আহসান বলেন, বিদেশে লেখাপড়া করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের সন্তানেরা যেন মাতৃভূমিকে ভুলে না যায় সেদিকে খেয়াল রাখার জন্য পিতামাতার প্রতি আহ্বান জানিয়ে বলেন, আদর্শ ও ত্যাগের মনোভাব নিয়ে মামুন’স টিউটোরিয়ালকে তার অভীষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য অভিভাবকদের অনুপ্রেরণা দিতে হবে।
অনুষ্ঠানে মামুন’স টিউটোরিয়াল থেকে এবছর স্পেশালইজড স্কুলে ভর্তির সুযোগ পাওয়া ছাত্র-ছাত্রীদের হাতে ট্রফি ও এসেম্বলী অফিস থেকে প্রদত্ত সার্টিফিকেট অব প্রোক্লেমেশন (সনদপত্র) তুলে দেন শেখ আল মামুন ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এছাড়া অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি ও এমআইটিতে সুযোগ পাওয়া রাফিদের হাতে প্ল্য¬াক তুলে দেন শেখ আল মামুন।
অনুষ্ঠানের সবশেষে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সঙ্গীত পরিবেশন করেন তানভির শাহীন ও ন্যান্সী খানসহ অন্যান্য শিল্পীরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন আশরাফুল হাসান বুলবুল। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডা. নাহিদ খান। উল্লেখ্য, চলতি বছর মামুন’স টিউটোরিয়াল থেকে ৫২ জন শিক্ষার্থী নিউইয়র্ক সিটির বিভিন্ন স্পেশালাইজড হাই স্কুলে ভর্তির সুযোগ পেয়েছে। পাশের হারে প্রায় ৮০%। (সাপ্তাহিক বাংলা পত্রিকা)