নিউইয়র্কবাসী ওয়াজেদ আলী খান নিলুর ইন্তেকাল

- প্রকাশের সময় : ০৫:২৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২
- / ৮৬ বার পঠিত
নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্কের প্রবাসী টাঙ্গাইলবাসীদের পরিচিত মুখ মোহাম্মদ ওয়াজেদ আলী খান নিলু (৬২) ইন্তেকাল করেছেন। গত ২৭ মার্চ রোববার সকাল ৭টা ২০ মিনিটে তিনি ফ্লাশিংস্থ একটি নার্সি হোমে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী সহ অনেক শুভাকাঙ্খী ও গুণগ্রাহী রেখে যান। খবর ইউএনএ’র।
টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার সন্তান ওয়াজেদ আলী খান নিলু দীর্ঘদিন ধরে কুইন্সের জ্যামাইকায় বসবাস করে আসছিলেন। তিনি শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন। মরহুমের নামাজে জানাজা পরদিন ২৮ মার্চ বাদ জোহর জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হওয়ার পর লং আইল্যান্ডের ওয়াশিংটন মোমোরিয়ালের মুসলিম কবর স্থানে তার মরদেহ দাফন করা হয়।
এদিকে মোহাম্মদ ওয়াজেদ আলী খান নিলুর মৃত্যুতে টাঙ্গাইল সোসাইটি ইউএসএ’র নতুন কমিটির সভাপতি মোহাম্মদ শামসুজ্জামান খান ও সাধারণ সম্পাদক খন্দকার মনিরুজ্জামান আরিফ এক বিবৃতিতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।