নিউইয়র্ক ০৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

‘জেড’ প্রতীক অবৈধ ঘোষণার আহ্বান ইউক্রেনের

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:১৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
  • / ৫৭ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের কাছে ‘জেড’ প্রতীক ব্যবহার অপরাধ হিসেবে গণ্য ও অবৈধ ঘোষণার আহ্বান জানিয়েছে ইউক্রেন।
কারণ এটি রাশিয়াকে যুদ্ধের প্রতি সমর্থন বোঝায়। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে ইউক্রেনে রুশ ট্যাংকগুলো চিহ্নিত করতে ‘জেড’ অক্ষরটি ব্যবহার করা হয়েছিল। যা ‘জা পোবেদু’ (বিজয়ের জন্য) জন্য দাঁড়ানো বলে মনে করা হয় এবং আক্রমণের অনুমোদন সংকেত হিসেবে রাশিয়ানরা গ্রহণ করে।
জার্মানির বার্লিন, বাভারিয়া ও লোয়ার স্যাক্সনি ইতোমধ্যে বলেছে, যুদ্ধের প্রচারের জন্য কেউ প্রতীকটি ব্যবহার করলে তাকে তিন বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হতে পারে।
জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, যারা এই হামলাকে ‘সমর্থন’ জানাতে প্রতীকটি ব্যবহার করছে, তারা ‘প্রসিকিউশনের জন্য দায়ী’ হতে পারে।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা অন্যান্য দেশকে জার্মানির নীতি অনুসরণের আহ্বান জানিয়েছেন।
তিনি টুইট করেন, ‘জেড’ মানে রাশিয়ার যুদ্ধাপরাধ, শহরগুলোতে বোমাবর্ষণ, হাজার হাজার ইউক্রেনের নাগরিকের মৃত্যু। এ বর্বরতার প্রতি জনসমর্থন অবশ্যই নিষিদ্ধ করতে হবে।
লিথুয়ানিয়া অন্যান্য দেশ প্রতীকটির ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করে। সেখানে অনুমোদিত হলে, অপরাধীদের ৫০০ পাউন্ড পর্যন্ত জরিমানা হতে পারে।
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

‘জেড’ প্রতীক অবৈধ ঘোষণার আহ্বান ইউক্রেনের

প্রকাশের সময় : ০১:১৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের কাছে ‘জেড’ প্রতীক ব্যবহার অপরাধ হিসেবে গণ্য ও অবৈধ ঘোষণার আহ্বান জানিয়েছে ইউক্রেন।
কারণ এটি রাশিয়াকে যুদ্ধের প্রতি সমর্থন বোঝায়। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে ইউক্রেনে রুশ ট্যাংকগুলো চিহ্নিত করতে ‘জেড’ অক্ষরটি ব্যবহার করা হয়েছিল। যা ‘জা পোবেদু’ (বিজয়ের জন্য) জন্য দাঁড়ানো বলে মনে করা হয় এবং আক্রমণের অনুমোদন সংকেত হিসেবে রাশিয়ানরা গ্রহণ করে।
জার্মানির বার্লিন, বাভারিয়া ও লোয়ার স্যাক্সনি ইতোমধ্যে বলেছে, যুদ্ধের প্রচারের জন্য কেউ প্রতীকটি ব্যবহার করলে তাকে তিন বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হতে পারে।
জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, যারা এই হামলাকে ‘সমর্থন’ জানাতে প্রতীকটি ব্যবহার করছে, তারা ‘প্রসিকিউশনের জন্য দায়ী’ হতে পারে।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা অন্যান্য দেশকে জার্মানির নীতি অনুসরণের আহ্বান জানিয়েছেন।
তিনি টুইট করেন, ‘জেড’ মানে রাশিয়ার যুদ্ধাপরাধ, শহরগুলোতে বোমাবর্ষণ, হাজার হাজার ইউক্রেনের নাগরিকের মৃত্যু। এ বর্বরতার প্রতি জনসমর্থন অবশ্যই নিষিদ্ধ করতে হবে।
লিথুয়ানিয়া অন্যান্য দেশ প্রতীকটির ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করে। সেখানে অনুমোদিত হলে, অপরাধীদের ৫০০ পাউন্ড পর্যন্ত জরিমানা হতে পারে।
হককথা/এমউএ