আলবেনিয়ার বিপক্ষে স্পেনের কষ্টের জয়

- প্রকাশের সময় : ১২:৫৩:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২
- / ৫০ বার পঠিত
ক্রীড়া ডেস্ক : আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে দুর্বল আলবেনিয়ার বিপক্ষে কষ্টের জয় পেয়েছে শক্তিশালী স্পেন। শনিবার রাতে ক্লাব এস্পানিওলের আরসিডিই স্টেডিয়ামে ম্যাচটিতে ২-১ গোলে জিতেছে লুইস এনরিকের দল। ম্যাচে ফেররান তরেসের গোলে স্পেন এগিয়ে যাওয়ার পর সমতা টানেন উজুনি। শেষ দিকে স্বাগতিকদের জয়সূচক গোলটি করেন ওলমো।
অবশ্য ঘরের মাঠে এদিন শুরুতেই গোলের সুযোগ পেয়েছিল স্পেন। কিন্তু ফেররানের শট গোলরক্ষক বেরিশার মুখে লেগে চলে যায় বাইরে। বিরতির আগে আরও দুটি নিশ্চিত গোল ঢেকিয়ে দেন আলবেনিয়া গোলরক্ষক। সতীর্থদেরও দুটি সুযোগ তৈরি করে দেন তিনি। আলবেনিয়া ৪৩তম মিনিটে আচমকা এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়ে যায়। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি।
চাপ বাড়িয়ে অবশেষে ৭৫তম মিনিটে এগিয়ে যায় স্পেন। ইয়েরেমি পিনোর পাস ডি-বক্সে পেয়ে এগিয়ে আসা ডিফেন্ডারের বাধা এড়িয়ে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন ফেররান। ৮৫ মিনিটের মাথায় সমতায় ফেরে আলবেনিয়া। পাও তরেস বল ক্লিয়ার করতে হেড করেন, পাশেই ছুটে আসা উইঙ্গার উজুনির মাথায় লেগে বল চলে যায় জালে। এগিয়ে আসা গোলরক্ষক ঠেকানোর কোনো সুযোগ পাননি।
এমন সময় হারের শঙ্কা জাগে স্পেনের। এর কিছুক্ষণ পরই ওলমোর ওই দারুণ গোল। নির্ধারিত সময়ের শেষ মিনিটে জর্দি আলবার পাস ধরে ডি-বক্সে ঢুকেই ডান পায়ের জোরাল উঁচু শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন লাইপজিগের অ্যাটাকিং মিডফিল্ডার। আন্তর্জাতিক বিরতিতে দ্বিতীয় প্রীতি ম্যাচে আগামী মঙ্গলবার আইসল্যান্ডের মুখোমুখি হবে স্পেন।
হককথা/এমউএ