নিউইয়র্ক ০১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আপত্তিকর

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৩:১৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২
  • / ১৬৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর একের পর এক নিষেধাজ্ঞাকে আপত্তিকর বলে মন্তব্য করেছেন চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী লি ইউচেং। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
শনিবার বেইজিংয়ে একটি নিরাপত্তা ফোরামে বক্তৃতাকালে এ কথা বলেন তিনি।
লি ইউচেং বলেন, নিষেধাজ্ঞা দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না। ইতিহাস দেখলে সেই প্রমাণ মিলবে। নিষেধাজ্ঞা শুধু সাধারণ মানুষের ক্ষতি করে। অর্থনীতি ও আর্থিক ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলে। ক্ষতিকর প্রভাব ফেলে বিশ্ব অর্থনীতিতে।
রাশিয়া সীমান্তের কাছে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্প্রসারণ নিয়ে মস্কোর উদ্বেগের বিষয়টি গ্রহণযোগ্য অভিহিত করে লি ইউচেং বলেন, ‘রাশিয়ার মতো একটি পারমাণবিক শক্তিধর দেশকে কোণঠাসা করে পূর্ব ইউরোপে জোটের আরও সম্প্রসারণের চেষ্টা থেকে ন্যাটোর সরে আসা উচিত।’
রয়টার্স বলছে, চীন এখনো ইউক্রেন রাশিয়ার হামলার নিন্দা জানায়নি। পশ্চিমা দেশগুলোর মতো রাশিয়ার অভিযানকে আগ্রাসন বলে বর্ণনা করেনি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদিত না হওয়ায় এক পাক্ষিক অভিহিত করে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিরোধিতা করছে। তবে যুদ্ধ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আপত্তিকর

প্রকাশের সময় : ০৩:১৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর একের পর এক নিষেধাজ্ঞাকে আপত্তিকর বলে মন্তব্য করেছেন চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী লি ইউচেং। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
শনিবার বেইজিংয়ে একটি নিরাপত্তা ফোরামে বক্তৃতাকালে এ কথা বলেন তিনি।
লি ইউচেং বলেন, নিষেধাজ্ঞা দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না। ইতিহাস দেখলে সেই প্রমাণ মিলবে। নিষেধাজ্ঞা শুধু সাধারণ মানুষের ক্ষতি করে। অর্থনীতি ও আর্থিক ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলে। ক্ষতিকর প্রভাব ফেলে বিশ্ব অর্থনীতিতে।
রাশিয়া সীমান্তের কাছে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্প্রসারণ নিয়ে মস্কোর উদ্বেগের বিষয়টি গ্রহণযোগ্য অভিহিত করে লি ইউচেং বলেন, ‘রাশিয়ার মতো একটি পারমাণবিক শক্তিধর দেশকে কোণঠাসা করে পূর্ব ইউরোপে জোটের আরও সম্প্রসারণের চেষ্টা থেকে ন্যাটোর সরে আসা উচিত।’
রয়টার্স বলছে, চীন এখনো ইউক্রেন রাশিয়ার হামলার নিন্দা জানায়নি। পশ্চিমা দেশগুলোর মতো রাশিয়ার অভিযানকে আগ্রাসন বলে বর্ণনা করেনি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদিত না হওয়ায় এক পাক্ষিক অভিহিত করে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিরোধিতা করছে। তবে যুদ্ধ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
হককথা/এমউএ