জাবেদ উদ্দিনের নবজাতক কন্যার ইন্তেকাল

- প্রকাশের সময় : ০২:২৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
- / ৭০ বার পঠিত
হককথা রিপোর্ট: নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট, মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট সোসাইটি ইউএসএ এবং এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন এর নবজাতক কন্যা ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন))। এই মৃত্যু সংবাদে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
এস্টোরিয়ায় বসবাসকারী জাবেদ উদ্দিন জানান, বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল সোয়া ৯টায় ম্যানহাটানাস্থ মাউন্ট সিনাই হাসপাতালে তার দ্বিতীয় কন্যা জন্মগহণ করেন। জন্মগ্রহণের ১৫ মিনিট পর তার কন্যার মৃত্যু ঘটে। তিনি জানান, চিকিৎসকদের পরামর্শে নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগেই সিজার করতে হয় এবং কন্যা জন্মের ১৫ মিনিট পর মারা যায়। জন্মের সময় তার কন্যার ওজন হয়েছিলো ৬ পাউন্ডের উপর। তার কন্যার নামাজে জানাজা শুক্রবার (১৮ মার্চ) সকাল ১১টায় এস্টোরিয়ার আল আমীন মসজিদে অনুষ্ঠানের পর নিউজার্সীর কবরস্থানে দাফন করা হবে।
জাবেদ উদ্দিন তার নিষ্পাপ কন্যা ও স্ত্রীর শারীরিক সুস্থ্যতার জন্য সকল প্রবাসীর দোয়া কামনা করেছেন। উল্লেখ্য, নবাজতক কন্যাটি ছিলো তার দ্বিতীয় সন্তান। তার এক পুত্র সন্তান রয়েছে।