রোমাঞ্চ ছড়িয়ে করাচি টেস্ট ‘ড্র’

- প্রকাশের সময় : ০৩:০৬:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
- / ৩০ বার পঠিত
ক্রীড়া ডেস্ক : জিততে হলে মাঠে থাকতে হবে ১৭২ ওভার, নাহয় ৫০৬ রানের বিশ্বরেকর্ড গড়তে হবে। সহজ ছিল না কোনটাই। অস্ট্রেলিয়ার তাল মেলানো পেস-স্পিনের বিরুদ্ধে তবুও দেয়াল তৈরির চেষ্টা চালান বাবর আজম। এক সময় হারিয়ে যান তিনিও। জয়ের সোনালি সূর্যের হাতছানি দেখে অজিরা। ‘অনিশ্চয়তা’ যাদের নিয়মিত কাণ্ড, সেই পাকিস্তান শেষমেশ ড্র পায় মোহাম্মদ রিজওয়ানের সেঞ্চুরিতে।
শেষ দিনে দুই দলের জয়ের আশা জাগানো ম্যাচে জয় থেকে ৬৩ রান দূরে ছিল পাকিস্তান, কাঙ্ক্ষিত ১০ উইকেটের মধ্যে অস্ট্রেলিয়া পতন ঘটিয়েছে ৭ উইকেটের।
শেষ দিনে জিততে হলে পাকিস্তানকে জড়ো করতে হত আরও ৩১৪ রান। ৮ উইকেট হাতে রেখে অধিনায়ক বাবর আজম ও আব্দুল্লাহ শফিক ভালো শুরুই এনে দেন দলকে। তবে দলীয় রান আড়াইশতে পৌঁছানোর আগে সাজঘরে ফিরতে হয় শফিককে (৩০৫ বলে ৯৬ রান)। তাতে ভাঙে বাবরের সাথে তার ২২৮ রানের পার্টনারশিপ।
ফাওয়াদ আলম ৯ রান করে ফিরলেও ক্রিজে থাকা অধিনায়ক বাবর আজমের সাথে দলের হাল ধরেন মোহাম্মদ রিজওয়ান। দুই অভিজ্ঞ ব্যাটার মিলে দেখেশুনে খেলছিলেন, একসময় জয়কেও অসম্ভব মনে হচ্ছিল না। পঞ্চম উইকেটে দুজনে গড়েন ১১৫ রানের জুটি।
তবে শেষপর্যন্ত ৫০৬ রান তাড়া করে রেকর্ড গড়তে পারেনি পাকিস্তান। ৪৬.১১ স্ট্রাইক রেটে ৪২৫ বলে ১৯৬ রান করা বাবর ক্যারিয়ার সেরা ইনিংসের পাশাপাশি গড়েছেন চতুর্থ ইনিংসে কোনো অধিনায়কের সর্বোচ্চ রানের ইনিংস খেলার রেকর্ড। তবে ৪ রানের জন্য পাননি প্রথম ডাবল সেঞ্চুরির দেখা।
তার বিদায়ে পাকিস্তান খেই হারায়। পরের বলে নাথান লায়ন শিকার করেন ফাহিম আশরাফকে। ৯ রান করে বিদায় নেন সাজিদ খানও। শেষদিকে পাকিস্তানকে দারুণভাবে চেপে ধরা অজিরা তৈরি করে জয়ের সুযোগ।
তবে রিজওয়ান কোনো বিপদ ঘটতে দেননি। ৯১ রানে জীবন পাওয়া রিজওয়ান ১৭৭ বলে ১০৪ রান করে অপরাজিত থাকেন, হাঁকান ক্যারিয়ারের দ্বিতীয় শতক। অবশ্য ৯৯ রানেও আউট হতে পারতেন, যদি না ডাইভ দিয়ে অল্পের জন্য রান আউটের হাত থেকে বাঁচতেন।
অস্ট্রেলিয়ার পক্ষে নাথান লায়ন চারটি ও অধিনায়ক প্যাট কামিন্স দুটি উইকেট শিকার করেন। সিরিজের প্রথম টেস্টও ড্র হওয়ায় এখনও সিরিজে সমতা বিরাজ করছে।
সংক্ষিপ্ত স্কোর
টস : অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ৫৫৬/৯ ডিক্লেয়ার (১৮৯ ওভার)
খাজা ১৬০, ক্যারি ৯৩, স্মিথ ৭২
ফাহিম ৫৫/২, সাজিদ ১৬৭/২
পাকিস্তান ১ম ইনিংস : ১৪৮/১০ (৫৩ ওভার)
বাবর ৩৬, নোমান ২০*
স্টার্ক ২৯/৩, সোয়েপসন ৩২/২
অস্ট্রেলিয়া ২য় ইনিংস : ৯৭/২ ডিক্লেয়ার (২২.৩ ওভার)
খাজা ৪৪, লাবুশেন ৪৪
শাহীন ২১/১, হাসান ২৩/১
পাকিস্তান ২য় ইনিংস : ৪৪৩/৬ (১৭১.৪ ওভার) (লক্ষ্য ৫০৬ রান)
বাবর ১৯৬, রিজওয়ান ১০৪*, শফিক ৯৬
লায়ন ১১২/৪, কামিন্স ৭৫/২
ফল : ম্যাচ ড্র।
হককথা/এমউএ