নিউইয়র্ক ০১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

সমঝোতায় আশাবাদী রাশিয়া-ইউক্রেন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:০৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
  • / ৩৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া ও ইউক্রেন উভয় দেশই শান্তি আলোচনা নিয়ে ইতিবাচক মন্তব্য করেছে। পাশাপাশি যুদ্ধ বন্ধে সমঝোতার পথে অগ্রগতির ইঙ্গিত দিয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আলোচনা আগের চেয়ে আরো বেশি বাস্তবসম্মত পথে রয়েছে। একই সঙ্গে ইউক্রেনের ন্যাটোয় যোগ না দেওয়ার বিষয়ে স্পষ্ট আভাস দিয়েছেন তিনি। অন্যদিকে সমঝোতার বিষয়ে আশা আছে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।
এ পটভূমিতে গতকাল বুধবার (১৬ মার্চ) ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে মার্কিন কংগ্রেসে ভাষণ দেন জেলেনস্কি। এ সময় তিনি রাশিয়াকে চাপে রাখতে আরো বেশি পদক্ষেপ নিতে পশ্চিমাদের প্রতি আহ্বান জানান। রুশ বাহিনীর হামলার পরিপ্রেক্ষিতে তার দেশ অন্ধকারতম সময় পার করছে মন্তব্য করে জেলেনস্কি ক্রেমলিন সংশ্লিষ্ট সবার ওপর নতুন নতুন নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান। পাশাপাশি ইউক্রেনে নো ফ্লাই জোন (উড্ডয়ন–নিষিদ্ধ এলাকা) কার্যকরের পক্ষে যুক্তি তুলে ধরেন তিনি।
এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল বলেন, ইউক্রেন প্রশ্নে তার দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে। পশ্চিমাদের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, তাদের উদ্দেশ্য বিশ্বে প্রভাব বিস্তার এবং রাশিয়াকে একঘরে করা।
তবে রুশ প্রেসিডেন্ট আরো বলেন, ইউক্রেনের নিরপেক্ষ অবস্থান নিয়ে রাশিয়া আলোচনার জন্য প্রস্তুত। ইউক্রেনে সামরিক অভিযান পরিকল্পনামাফিক চলছে বলেও জানান তিনি।
গতকাল ছিল ইউক্রেনে রুশ হামলার ২১তম দিন। রাজধানী কিয়েভে কারফিউ চলার মধ্যেই শহরটির বিভিন্ন আবাসিক ভবনে গোলা ছুড়েছে রুশ বাহিনী। কিয়েভের খুব কাছে পৌঁছে গেছে রুশ বাহিনী। শহরটির চারপাশে তারা প্রতিরোধের মুখে পড়েছে বলে ইউক্রেন দাবি করেছে। দেশটির সবচেয়ে বড় শহর খারকিভ ও উত্তরাঞ্চলীয় চেরনিহিভ শহরেও গতকাল হামলা হয়েছে। বোমা হামলা হয়েছে মারিউপোল শহরের একটি থিয়েটারে, যেখানে অসংখ্য মানুষ আশ্রয় নিয়েছিলেন। তবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

সমঝোতায় আশাবাদী রাশিয়া-ইউক্রেন

প্রকাশের সময় : ০১:০৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া ও ইউক্রেন উভয় দেশই শান্তি আলোচনা নিয়ে ইতিবাচক মন্তব্য করেছে। পাশাপাশি যুদ্ধ বন্ধে সমঝোতার পথে অগ্রগতির ইঙ্গিত দিয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আলোচনা আগের চেয়ে আরো বেশি বাস্তবসম্মত পথে রয়েছে। একই সঙ্গে ইউক্রেনের ন্যাটোয় যোগ না দেওয়ার বিষয়ে স্পষ্ট আভাস দিয়েছেন তিনি। অন্যদিকে সমঝোতার বিষয়ে আশা আছে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।
এ পটভূমিতে গতকাল বুধবার (১৬ মার্চ) ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে মার্কিন কংগ্রেসে ভাষণ দেন জেলেনস্কি। এ সময় তিনি রাশিয়াকে চাপে রাখতে আরো বেশি পদক্ষেপ নিতে পশ্চিমাদের প্রতি আহ্বান জানান। রুশ বাহিনীর হামলার পরিপ্রেক্ষিতে তার দেশ অন্ধকারতম সময় পার করছে মন্তব্য করে জেলেনস্কি ক্রেমলিন সংশ্লিষ্ট সবার ওপর নতুন নতুন নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান। পাশাপাশি ইউক্রেনে নো ফ্লাই জোন (উড্ডয়ন–নিষিদ্ধ এলাকা) কার্যকরের পক্ষে যুক্তি তুলে ধরেন তিনি।
এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল বলেন, ইউক্রেন প্রশ্নে তার দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে। পশ্চিমাদের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, তাদের উদ্দেশ্য বিশ্বে প্রভাব বিস্তার এবং রাশিয়াকে একঘরে করা।
তবে রুশ প্রেসিডেন্ট আরো বলেন, ইউক্রেনের নিরপেক্ষ অবস্থান নিয়ে রাশিয়া আলোচনার জন্য প্রস্তুত। ইউক্রেনে সামরিক অভিযান পরিকল্পনামাফিক চলছে বলেও জানান তিনি।
গতকাল ছিল ইউক্রেনে রুশ হামলার ২১তম দিন। রাজধানী কিয়েভে কারফিউ চলার মধ্যেই শহরটির বিভিন্ন আবাসিক ভবনে গোলা ছুড়েছে রুশ বাহিনী। কিয়েভের খুব কাছে পৌঁছে গেছে রুশ বাহিনী। শহরটির চারপাশে তারা প্রতিরোধের মুখে পড়েছে বলে ইউক্রেন দাবি করেছে। দেশটির সবচেয়ে বড় শহর খারকিভ ও উত্তরাঞ্চলীয় চেরনিহিভ শহরেও গতকাল হামলা হয়েছে। বোমা হামলা হয়েছে মারিউপোল শহরের একটি থিয়েটারে, যেখানে অসংখ্য মানুষ আশ্রয় নিয়েছিলেন। তবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
হককথা/এমউএ