খারকিভে অন্তত ৫০০ জনের মৃত্যু!

- প্রকাশের সময় : ১০:০৫:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
- / ২৩ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার চলমান হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের খারকিভ শহরের কমপক্ষে ৫০০ বাসিন্দা নিহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের জরুরি সেবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়, গত কয়েক সপ্তাহে খারকিভে হামলা জোরদার করা হয়েছে। তবে গোলাবারুদের ঘাটতির কারণে খারকিভ ঘেরাও করতে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে রুশ সামরিক বাহিনীকে।
ইউক্রেনের জরুরি সেবা বিভাগের দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, খারকিভের নেমিশলিয়ানস্ক এলাকার একটি বহুতল ভবনে রাশিয়ার বোমা হামলায় দুজন নিহত হয়েছেন। তবে জরুরি সেবার দেয়া নিহতের এসব সংখ্যা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি বিবিসি।
এদিকে রাজধানী কিয়েভে দুই দিনের কারফিউ চলার মধ্যেই স্থানীয় সময় আজ বুধবার সকালে শহরটির বিভিন্ন আবাসিক ভবনে বোমা হামলা হয়েছে। হামলার পর কয়েকটি ভবনে আগুন ধরে যায় বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা বিভাগ।
ইউক্রেনে রুশ অভিযানের মধ্যে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তিন সদস্যদেশ পোল্যান্ড, স্লোভেনিয়া ও চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রীরা। চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইউরোপ সব সময় ইউক্রেনীয় জনগণের পাশে আছে বলে আশ্বস্ত করেছেন তাঁরা।
এদিকে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার হামলা শুরুর পর ইউক্রেনজুড়ে কমপক্ষে ৬৯১ জন বেসামরিক লোকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থা। একই সময়ে দেশটিতে ১ হাজার ১৪৩ জন আহত হয়েছে জানিয়েছে তারা।
হককথা/এমউএ