নিউইয়র্ক ০১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

যুদ্ধের মধ্যে ট্রেনযোগে কিয়েভে ৩ দেশের প্রধানমন্ত্রী

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:৩২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
  • / ২২ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার হামলার মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভে গেলেন ইউরোপের তিনটি দেশ পোল্যান্ড, স্লোভেনিয়া ও চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী। গতকাল মঙ্গলবার (১৫ মার্চ) তারা পোল্যান্ড থেকে ট্রেনে চড়ে কিয়েভে যান।
তারা হলেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি, চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা ও স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী জানেজ জানসা। এই তিন দেশ ইউরোপীয় ইউনিয়নেরও (ইইউ) সদস্য।
ইউরোপীয় ইউনিয়নের দিক থেকে নিরাপত্তা ঝুঁকির সতর্কবাণী সত্ত্বেও তিন প্রধানমন্ত্রীর এ সফরের উদ্যোক্তা ছিল পোল্যান্ড। ২০ দিন আগে যুদ্ধ শুরুর পর এই প্রথম অন্য কোনো দেশের সরকারপ্রধান হিসেবে তারা কিয়েভে গেলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে তাদের বৈঠক হয়েছে।
তিন প্রধানমন্ত্রী ট্রেনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, কারণ পোলিশ সামরিক জেটের উড্ডয়ন রাশিয়ার কাছে বিপজ্জনক উস্কানি হিসেবে বিবেচিত হতে পারে।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতিউস মোরাভিয়েস্কি বলেছিলেন, নতুন ইতিহাস তৈরি হতে যাচ্ছে ইউক্রেনের রাজধানীতে।
রুশ বাহিনীর হামলা বাড়ায় কিয়েভে গতকাল রাত ৮টা থেকে ৩৬ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছে। আর কারফিউ বলবৎ হবার পর কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেন তিন প্রধানমন্ত্রী।
পরে ইউক্রেনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে নিয়ে ব্রিফিং করেন তারা। উভয় নেতা তিন প্রধানমন্ত্রীকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান।
এদিকে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা গত সোমবার ভার্চুয়ালি যুক্ত হয়ে চতুর্থ দফা সমঝোতা আলোচনা শুরু করেছিলেন। কারিগরি ত্রুটির কারণে আলোচনা বন্ধ হয়ে যায়। পরে গতকাল আবার আলোচনায় বসেন তারা।
এই বৈঠক চলার মধ্যেই মস্কোতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, আলোচনার অগ্রগতি নিয়ে কথা বলার সময় এখনো আসেনি। শান্তি আলোচনার কাজটি খুবই কঠিন ও বর্তমান অবস্থার ভিত্তিতে বলা যায়, আলোচনা ইতিবাচকভাবেই অব্যাহত রয়েছে। -বিবিসি
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

যুদ্ধের মধ্যে ট্রেনযোগে কিয়েভে ৩ দেশের প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : ০১:৩২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার হামলার মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভে গেলেন ইউরোপের তিনটি দেশ পোল্যান্ড, স্লোভেনিয়া ও চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী। গতকাল মঙ্গলবার (১৫ মার্চ) তারা পোল্যান্ড থেকে ট্রেনে চড়ে কিয়েভে যান।
তারা হলেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি, চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা ও স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী জানেজ জানসা। এই তিন দেশ ইউরোপীয় ইউনিয়নেরও (ইইউ) সদস্য।
ইউরোপীয় ইউনিয়নের দিক থেকে নিরাপত্তা ঝুঁকির সতর্কবাণী সত্ত্বেও তিন প্রধানমন্ত্রীর এ সফরের উদ্যোক্তা ছিল পোল্যান্ড। ২০ দিন আগে যুদ্ধ শুরুর পর এই প্রথম অন্য কোনো দেশের সরকারপ্রধান হিসেবে তারা কিয়েভে গেলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে তাদের বৈঠক হয়েছে।
তিন প্রধানমন্ত্রী ট্রেনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, কারণ পোলিশ সামরিক জেটের উড্ডয়ন রাশিয়ার কাছে বিপজ্জনক উস্কানি হিসেবে বিবেচিত হতে পারে।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতিউস মোরাভিয়েস্কি বলেছিলেন, নতুন ইতিহাস তৈরি হতে যাচ্ছে ইউক্রেনের রাজধানীতে।
রুশ বাহিনীর হামলা বাড়ায় কিয়েভে গতকাল রাত ৮টা থেকে ৩৬ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছে। আর কারফিউ বলবৎ হবার পর কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেন তিন প্রধানমন্ত্রী।
পরে ইউক্রেনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে নিয়ে ব্রিফিং করেন তারা। উভয় নেতা তিন প্রধানমন্ত্রীকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান।
এদিকে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা গত সোমবার ভার্চুয়ালি যুক্ত হয়ে চতুর্থ দফা সমঝোতা আলোচনা শুরু করেছিলেন। কারিগরি ত্রুটির কারণে আলোচনা বন্ধ হয়ে যায়। পরে গতকাল আবার আলোচনায় বসেন তারা।
এই বৈঠক চলার মধ্যেই মস্কোতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, আলোচনার অগ্রগতি নিয়ে কথা বলার সময় এখনো আসেনি। শান্তি আলোচনার কাজটি খুবই কঠিন ও বর্তমান অবস্থার ভিত্তিতে বলা যায়, আলোচনা ইতিবাচকভাবেই অব্যাহত রয়েছে। -বিবিসি
হককথা/এমউএ